শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ‘ভারত-বাংলাদেশ সীমান্ত সিল করে দেয়া হবে’

‘ভারত-বাংলাদেশ সীমান্ত সিল করে দেয়া হবে’

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ২০১৬ সালে ভারত ও বাংলাদেশের মধ্যে উন্মুক্ত সীমান্ত সিল করে দেয়া হবে।
রোববার ভারতের আসামে বাংলাদেশের সঙ্গে সীমান্ত এলাকা পরিদর্শনকালে এই মন্তব্য করেন তিনি।
এ সময় অনেক আগেই উন্মুক্ত সীমান্ত সিল করে দেয়া উচিত ছিল বলেও মন্তব্য করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী।
রাজনাথ সিং দু’দিনের সফরে আসাম গিয়ে করিমগঞ্জ জেলায় স্টিমারঘাট বর্ডার আউট পোস্টস’ (বিওপি) পরিদর্শন করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন ভারতের ক্রীড়া ও যুব প্রতিমন্ত্রী সর্বনন্দ শনোয়াল। সীমান্ত এলাকা পরিদর্শনকালে তাদের স্বাগত জানান আসামের বিজেপি নেতৃবৃন্দ।
এছাড়া অল আসাম স্টুডেন্টস ইউনিয়নের প্রেসিডেন্ট দিপঙ্ক নাথ বলেছেন, ‘নয়াদিল্লিতে গত বছর সেমিনার আয়োজনের সময় মন্ত্রী আমাদের সঙ্গে যৌথ উদ্যোগে আন্তর্জাতিক সীমান্ত পরিদর্শন করবেন বলে আশ্বাস দিয়েছিলেন।’
তিনি বলেন, ‘আজ আমরা তাকে করিমগঞ্জ জেলায় অবস্থিত উন্মুক্ত সীমান্ত দেখিয়েছি। মন্ত্রী আশ্বাস দিয়েছেন- সীমান্ত চলতি বছরের মধ্যেই সিল করে দেয়া হবে।’
দিপঙ্ক নাথ আরও বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের এটাও জানিয়েছেন- করিমগঞ্জ সীমান্ত সিল করার ইস্যুটি বাংলাদেশ সরকারের কাছে তোলা হয়েছে এবং শান্তিপূর্ণ উপায়ে নিস্পত্তি করা হয়েছে।’
c