রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ভারতে মেয়ে হত্যায় দোষী সাব্যস্ত বাবা-মা

ভারতে মেয়ে হত্যায় দোষী সাব্যস্ত বাবা-মা

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ভারতের আলোচিত জোড়া খুনের একটি মামলায় নিহত কিশোরীর বাবা-মাকে দোষী সাব্যস্ত করেছে আদালত। সোমবার দেশটির একটি আদালত এ রায় দেয়।বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা

রাজধানী নয়া-দিল্লির উপকণ্ঠে নয়ডাতে ২০০৮ সালের মে মাসে ধনী পরিবারের মেয়ে আরুশি তলোয়ার ও গৃহকর্মী হেমরাজকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। সেই হত্যা মামলায় বিস্তর তদন্ত, আইনি টানাপোড়েন, দাবি ও পাল্টা দাবির শেষে এ রায় দেয়া হলো।

রায়ে বিচারক বলেছেন, আরুশির বাবা-মা, চিকিৎসক দম্পতি রাজেশ ও নূপুর তলোয়ারই এই হত্যার জন্য দায়ী। আগামীকাল মঙ্গলবার তাদের সাজা ঘোষণা করা হবে।

মেয়েকে হত্যার জন্য বাবা-মা প্রথমে গৃহকর্মী হেমরাজকে দায়ী করেন। কিন্তু পরে বাড়ির ছাদ থেকে ওই হেমরাজকে মৃতদেহ উদ্ধার করা হয়।

সরকারি আইনজীবীরা অভিযোগ করেন, মেয়ে আরুশি এবং গৃহকর্মী হেমরাজকে একসাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখেতে পেয়ে ক্রদ্ধ বাবা-মা তাদের দুজনকে হত্যা করেন।

রায়ে হতাশ নিহত আরুশির বাবা-মা জানিয়েছেন, ন্যায়বিচার পাওয়ার জন্য তারা শেষ পর্যন্ত লড়বেন। ২০০৮ সালে এই জোড়া খুনের ঘটনা পুরো ভারতে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছিল।