শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ভারতে বাংলাদেশের চ্যানেল প্রচারের উদ্যোগ: তথ্যমন্ত্রী

ভারতে বাংলাদেশের চ্যানেল প্রচারের উদ্যোগ: তথ্যমন্ত্রী

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
ভারতের রাষ্ট্রীয় টেলিভিশন দূরদর্শনের মাধ্যমে দেশটিতে বিটিভির অনুষ্ঠান সম্প্রচারের ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। জাতীয় সংসদকে বুধবার তিনি জানান দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের সময় এ বিষয়ে তার সম্মতি পাওয়া গেছে।

সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সদস্য সালমা ইসলামের প্রশ্নের উত্তরে মন্ত্রী এ তথ্য জানান। তথ্যমন্ত্রী বলেন দূরদর্শন ও বিটিভির মধ্যে এ বিষয়ে সমঝোতা স্মারক সইয়ের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশসহ সার্কভুক্ত দেশগুলোর টেলিভিশন ভারতে সম্প্রচারের ইস্যুটি সার্ক ফোরামে তোলার উদ্যোগ চলছে বলেও জানান ইনু।