সোমবার , ১১ই নভেম্বর, ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > ভারতে এক বাংলাদেশীকে পিটিয়ে হত্যা

ভারতে এক বাংলাদেশীকে পিটিয়ে হত্যা

শেয়ার করুন

জেলা প্রতিনিধি, মেহেরপুর ॥ মেহেরপুর সীমান্তের ওপারে ভারতের নদীয়া জেলার মুরুঠিয়া থানার কাগজিপাড়া গ্রামবাসী মেহেরপুরের শফিকুল ইসলাম নামে একজনকে পিটিয়ে হত্যা করেছে। বুধবার বিকেলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিজিবি। আজ বৃহস্পতিবার বেলা ১১টা সময় এনিয়ে পতাকা বৈঠক হবে। নিহত বাংলাদেশীর নাম শরিফুল ইসলাম (২৮)। সে মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামের বাবর আলীর ছেলে।
বিজিবির ৩২ বর্ডার গার্ড কাথুলি কোম্পানি কমান্ডার সুবেদার ফজলুর রহমান হত্যার ঘটনাটি নিশ্চিত করেছে। বিএসএফের ৮৫ বিএসএফ-এর বি কোম্পানির টেম্পু ক্যাম্পের কমান্ডারের এসি রবীন্দ্র সিং এর উদ্ধৃতি দিয়ে তিনি আরও জানান, নদীয়া জেলার মুরুঠিয়া গ্রামের লোকজন বুধবার বিকেলে তাকে পিটিয়ে হত্যা করে। বিষয়টি তাদের পত্রের মাধ্যমে জানিয়ে আজ বৃহস্পতিবার পতাকা বৈঠকে লাশ ফেরৎ দেবে বলেও জানিয়েছে। তবে কেন তাকে হত্যা করেছে সে সম্পর্কে তিনি জানাতে পারেননি।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজুল ইসলাম জানান, শফিকুল ইসলাম একজন সন্ত্রাসী। সে দীর্ঘদিন ধরে ভারতে পলাতক রয়েছে। তার বিরুদ্ধে শুভরাজপুর গ্রামে স্কুলশিক্ষক হালিম হত্যা, শোলমারী গ্রামের কলেজছাত্র মিঠু হত্যা, আলালের দোকানো বোমা হামলা, শিশু অপহরণসহ চারটি মামলা রয়েছে। শরিফুল মেহেরপুর জেলার সন্ত্রাসী দুখু বাহিণী প্রধান দুখুর সহযোগি ছিল। ভারতে থেকে রাতের আঁধারে এপারে এসে ডাকাতি অপহরণ করে।