সোমবার , ১১ই নভেম্বর, ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > খেলা > ‘ভারতের সাথে না খেললে আমাদের ক্রিকেট মরে যাবে না’

‘ভারতের সাথে না খেললে আমাদের ক্রিকেট মরে যাবে না’

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥

ভারতের বিপক্ষে খেলতে না পারলে পাকিস্তানের ক্রিকেট মরে যাবে না- এমন মন্তব্য করেছেন পাকিস্তানের কিংবদন্তী ক্রিকেটার জাভেদ মিঁয়াদাদ। দীর্ঘদিন ধরে চলমান রাজনৈতিক বৈরিতার জেরে ক্রিকেট অঙ্গনের শীতল সম্পর্ক ভারত ও পাকিস্তানের। আর এই কারণে আইসিসির ইভেন্ট ছাড়া দ্বিপাক্ষিক কোনো লড়াইয়ে অনেকদিন ধরেই মুখোমুখি হচ্ছে না চিরপ্রতিদ্বন্দ্বী দল দুটি।

সম্প্রতি নিজ দেশের সংবাদমাধ্যমকে মিঁয়াদাদ বলেন, ‘তারা (ভারত) আমাদের সাথে খেলতে চায় না। তাদের সাথে না খেললে আমাদের ক্রিকেট মরে যাবে না। সুতরাং তাদের সাথে খেলার চিন্তা বাদ দিতে হবে। তারা গত দশ বছর ধরে পাকিস্তানের মাটিতে খেলছে না। তাতে কী হয়েছে?’

ভারতের সাথে খেলতে না পেরে পাকিস্তানের ক্রিকেট ধ্বংস হয়ে যায়নি, এই প্রসঙ্গে পাল্টা প্রশ্ন ছুঁড়ে মিঁয়াদাদ বলেন, ‘আমাদের ক্রিকেট কি ধ্বংস হয়ে গেছে? নাৃ আমরা অনেক ভালো করেছি। চ্যাম্পিয়ন্স ট্রফি জেতাই এর উদাহরণ। পাকিস্তানের ক্রিকেট মরে যাবে না। দেশের মাটিতে আন্তর্জাতিক ম্যাচ ছাড়াও আমরা টিকতে পারবো।’