শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > আন্তর্জাতিক > ভারতের লখনউয়ের কিং জর্জ হাসপাতালে অগ্নিকাণ্ড, নিহত ৬

ভারতের লখনউয়ের কিং জর্জ হাসপাতালে অগ্নিকাণ্ড, নিহত ৬

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥
আবার ভারতে আমরি কাণ্ডের ছায়া। দেশটির উত্তরপ্রদেশের লখনউয়ের কিং জর্জ হাসপাতালে গতকাল সন্ধের অগ্নিকাণ্ডে ৬ জন রোগীর মৃত্যু হয়েছে। ট্রমা সেন্টার থেকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ওই ছয় রোগীর মৃত্যু হয়েছে। রাজ্যটির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘটনাক তদন্তের নির্দেশ দিয়েছেন।
গতকাল সন্ধেয় হাসপাতালের ট্রমা সেন্টারের দ্বিতীয় তলে আগুন লাগে। এরপর ধোঁয়ায় পুরো হাসপাতালে ছড়িয়ে  পড়ে। ধোঁয়ায় রোগীদের শ্বাসকষ্ট শুরু হয়। তাঁদের কোনওরকমে হাসপাতাল থেকে বের করে আনা হয়। চার ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী।
সরকারি আধিকারিকরা জানিয়েছে, সম্ভবত শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রে শর্ট সার্কিট থেকেই আগুন লেগে যায় সাত তলার ওই ভবনে।
এই অগ্নিকাণ্ডের পর হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি নিয়ে বহু প্রশ্ন উঠেছে।
যখন আগুন লেগেছিল তখন ট্রমা সেন্টারে ৩০০ রোগী ভর্তি ছিলেন। তাঁদের মধ্যে ৩৭ জন ভেন্টিলেটরে ছিলেন। আগুন লাগার পরই রোগীদের সেখান থেকে বের করে আশেপাশের আটটি হাসপাতালে ভর্তি করা হয়।
অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিন দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, কিং জর্জ হাসপাতালে অগ্নিকাণ্ড এর আগেও ঘটেছে। কিন্তু গতকালের ঘটনা থেকে স্পষ্ট, অতীতের ভুল থেকে শিক্ষা নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ।