স্পোর্টস ডেস্ক ॥
আগামীকাল থেকে শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির মহা যজ্ঞ। স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে উদ্ধোধনী ম্যাচ দিয়েই শুরু হবে বাংলাদেশের শিরোপার লড়াই। শিরোপার লড়াইয়ের আগে নিজেদের প্রস্তুতি সেরে নিতে গতকাল মুখোমুখি হয়েছিল ভারতের। ঝালিয়ে নেওয়ার ম্যাচে বড় ব্যবধানে হারে টাইগাররা। ৩২৫ রান তাড়া করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশকে। এক পর্যায়ে ২২ রানেই ছয়টি উইকেট হারিয়ে বসে তারা। পরবর্তী টেইলএন্ডার ব্যাটসম্যানদের কল্যাণে কিছুটা প্রতিরোধ হয়ত গড়ে তোলা সক্ষম হয়, কিন্তু শেষ পর্যন্ত মাত্র ৮৪ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। ২৪০ রানে হারের লজ্জা নিয়ে নতমুখে মাঠ ছাড়তে হয়।
এই ম্যাচে বাংলাদেশের নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ছিলেন না। ছিলেন না দলের ব্যাটিং কান্ডারী তামিম ইকবালও। মাশরাফির অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেন তার ডেপুটি সাকিব আল হাসান। ম্যাচ শেষে তার চোখেমুখে ধরা পড়া ক্লান্তিকর, বিধ্বস্ত অভিব্যক্তি। পরাজয়ের দায়ভার স্বীকার করে নিয়ে বিশ্বসেরা অলরাউন্ডার বলেন, এই ম্যাচে কোন কিছুই তাদের পরিকল্পনামাফিক হয়নি।
‘কিছুই ঠিকঠাক হয়নি। আমরা অনেক কিছু চেষ্টা করেছি আজকে। বোলিংটা মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু ব্যাটিংয়ে যা করলাম তাকে মূল টুর্নামেন্টের ঠিক আগমুহূর্তে মোটেই আদর্শ কোন প্রস্তুতি বলা চলে না,’ বলেন সাকিব।
নাম্বার ওয়ান অলরাউন্ডার আরও বলেন, ‘এই ম্যাচের আগে আমাদের ব্যাটসম্যানরা ইংল্যান্ড ও আয়ারল্যান্ডে ভালো সময় পার করেছে। কয়েকজন খেলোয়াড় আছে যারা এই কন্ডিশনে আগেও খেলেছে। তারা ভালো করেই জানত এখানে কী করা উচিৎ। আবহাওয়ার ওপর আমাদের কোন হাত নেই। আশা করি সামনের ম্যাচে আমরা সকল বিভাগে ভালো করতে পারব।’
টুনামেন্টে টাইগারদের পরবর্তী ম্যাচ দুইটি অনুষ্ঠিত হবে ৫ ও ৯ জুন, যথাক্রমে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে।