শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > আন্তর্জাতিক > ভারতের উত্তরপ্রদেশে ট্রেন দুর্ঘটনা, নিহত ২৩

ভারতের উত্তরপ্রদেশে ট্রেন দুর্ঘটনা, নিহত ২৩

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥
ভারতের উত্তরপ্রদেশের মুজফফরনগরে ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছে। এই ঘটনায় আরো অন্তত ৪০ জন আহত হয়েছে। শনিবার বিকেল ৫টা ৪৬ মিনিটে  পুলি থেকে হরিদ্বারগামী উৎকল এক্সপ্রেসের ১৪টি বগি খতৌলী রেল স্টেশনের লাইনচ্যুত হলে এই হতাহতের ঘটনা ঘটে। এরইমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী

রেলমন্ত্রী সুরেশ প্রভু এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, কারও গাফিলতির প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দুর্ঘটনায় আহত যাত্রীদের চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। রেলের পক্ষ থেকে উদ্ধারকার্য শুরু করা হয়েছে। রেলমন্ত্রী ট্যুইট করে জানিয়েছেন, তিনি নিজে উদ্ধারকার্যের উপর নজর রাখছেন ।

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। রেলমন্ত্রী ঘোষণা করেছেন, নিহতদের নিকটাত্মীয়কে এককালীন সাড়ে তিন লক্ষ টাকা, গুরুতর জখম ব্যক্তিদের ৫০ হাজার টাকা এবং সামান্য আহতদের ২৫ হাজার টাকা করে দেওয়া হবে।যাত্রীদের সুবিধার্থে জরুরি হেল্পলাইন চালু করেছে রেল কর্তৃপক্ষ।

সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া।ন