রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ভারতকে হারিয়ে ফাইনালে উঠতে চায় বাংলাদেশ

ভারতকে হারিয়ে ফাইনালে উঠতে চায় বাংলাদেশ

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥
ঢাকা: সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে নেপালের কাঠমান্ডুর ললিতপুরে আনফা কমপ্লেক্সের কৃত্রিম টার্ফে নামছে বাংলাদেশের কিশোররা। আজকের ম্যাচটি জিততে পারলেই নেপালে প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে যাবে বাংলাদেশ।

সেমিফাইনালে মুখোমুখি হবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ভারত ও ‘এ’ গ্রুপের রানার্সআপ বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায় শুরু হবে ম্যাচটি।

সদ্য সমাপ্ত সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে শিরোপা জয়ের আনন্দে ভাসে লাল-সবুজের জার্সিধারীরা। শুধু ফাইনালে নয়, গ্রুপপর্বের ম্যাচেও ভারতকে হারায় ছোট টাইগাররা। পুরো দেশকে আবারো আনন্দে ভাসানোর অপেক্ষায় এবার বড়রা।

বাংলাদেশের কোচ সাইফুল বারী টিটোরও বিশ্বাস, ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সামর্থ্য তার শিষ্যদের রয়েছে। অধিনায়ক মাশুক জনিও জয়ের কথা জানিয়ে বলেছেন, আমরা জেতার জন্যই মাঠে নামব। নিজেদের খেলাটা যদি খেলতে পারি তবে, ভারতকে হারিয়ে আমরাই ফাইনালে উঠব। জনি-টুটুল-রাব্বী-রোহিতদের ওপর আস্থা রাখছেন কোটি কোটি বাংলাদেশি।

গ্রুপপর্বে ভুটানকে ২-০ গোলে হারিয়ে আসর শুরু করে বাংলাদেশ। তবে, গ্রুপপর্বের শেষ ম্যাচে দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে আত্মঘাতী গোলে স্বাগতিক নেপালের কাছে হেরে গ্রুপের রানার্সআপ হয় বাংলাদেশ। অপরদিকে, আফগানিস্তান ও মালদ্বীপের বিপক্ষে ৩-০ গোলের জয় নিয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিতে উঠে ভারত।

বাংলাদেশ-ভারত যুদ্ধের পর অপর সেমিফাইনালে মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন স্বাগতিক নেপাল ও ‘বি’ গ্রুপের রানার্সআপ আফগানিস্তান।