সোমবার , ১১ই নভেম্বর, ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > খেলা > ভারতকে হারাতে পারে বাংলাদেশ: শোয়েব আখতার

ভারতকে হারাতে পারে বাংলাদেশ: শোয়েব আখতার

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥
বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মঙ্গলবার ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এ ম্যাচে জিতলে সেমিফাইনাল নিশ্চিত হবে টিম ইন্ডিয়ার। বলা বাহুল্য, টাইগারদের বিপক্ষে জয় পাবে বলেই ধরে নিয়েছে তারা। তবে পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতারের কণ্ঠে বাজছে ভিন্ন সুর। তিনি মনে করছেন, বাংলাদেশের বিপক্ষে ভুগতে পারে ভারত। এমনকি হেরে যেতেও পারে।

নিজের অফিসিয়াল ইউটিউবে কথা বলার সময় শোয়েব বলেন, এ ম্যাচে ভারতকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে বাংলাদেশ। সর্বোপরি, মেন ইন ব্লুদের হারিয়ে দিতে পারে লাল-সবুজ জার্সিধারীরা।

সেই এজবাস্টনে বাংলাদেশের বিপক্ষে খেলতে নামছে ভারত। এখানেই একদিন আগে ইংল্যান্ডের কাছে হেরেছেন কোহলিরা। সেই ক্ষত আরো দগদগে করে দিতে পারেন টাইগাররা। সর্বকালের দ্রুতগতির বোলার বলেন, আমাদের ভুলে গেলে চলবে না সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা আছে বাংলাদেশেরও। সেমিতে খেলতে মরিয়া তারা। ভারতের বিপক্ষে সর্বোচ্চটা উজাড় করে দেবে ওরা।

রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলেন, যদি প্রথমে ব্যাট করে বাংলাদেশ ভালো সংগ্রহ গড়তে পারে, তা হলে ভারতের ওপর চাপ বাড়বে। আমি মনে করি, পাকিস্তান যা পারেনি, বাংলাদেশ সেটাই করতে পারে। ভারতকে হারিয়ে দিতে পারে।

শোয়েব বলেন, বাংলাদেশ খুবই ভালো দল। তাদের ভালো অধিনায়ক আছে। সাকিব-মুশফিকের মতো তারকা খেলোয়াড় আছে। ওদের হারাতে নিশ্চিতভাবে ঘাম ঝরবে ভারতের।