বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ভাবিনি পরিস্থিতি এতো খারাপ হবে

ভাবিনি পরিস্থিতি এতো খারাপ হবে

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির টানা অবরোধ নিয়ে কার্যত অসহায় অভিব্যক্তি প্রকাশ করলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সরকার ভেবেছিল দ্রুতই পরিস্থিতি সামাল দেয়া যাবে। কিন্তু বিএনপি অবরোধ প্রত্যাহার না করায় তার প্রভাব পড়তে শুরু করেছে অর্থনীতিতে। এমনটাই জানালেন মুহিত।

বর্তমান অবরোধ নৈরাজ্যকর পরিস্থিতিকে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ‘স্টুপিড অ্যাক্টিভিটি বাই বিএনপি’ বলেও অভিহিত করেন।

সেই সঙ্গে তিনি জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়ন দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দুঃশ্চিন্তায় রয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়ারি ম্যায়াডন অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এরপরই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মুহিত।

অর্থমন্ত্রী বলেন, ‘বর্তমানে নারকীয় পরিস্থিতি চলছে। তবে এক সপ্তাহের মধ্যে পরিস্থিতি ঠিক হয়ে যাবে বলে আশা প্রকাশ করছি।’

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গত জানুয়ারিতে পরিস্থিতি ঠিক হয়ে গিয়েছিল। এবার ভাবিনি যে এ পরিস্থিতিটা এতো লম্বা হবে।’

ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা তাকে জানিয়েছেন, তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দুঃশ্চিন্তায় রয়েছেন।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হরতাল বন্ধে ব্যবসায়ীরা আদালতে যেতেই পারেন।’