আরিফ চৌধুরী
অতিথি প্রতিবেদক
গাজীপুর: তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও এসডিজি অর্জনের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ ঘোষিত ১০ দিনব্যাপী ৫ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ প্রাঙ্গণে বনজ, ফলজ ও ঔষধী গাছের প্রায় ৫০০ শতাধিক বৃক্ষ রোপণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী ফেরদৌস আহমেদ, তারেক হাওলাদার, ছাত্রনেতা জোবাইদুল ইসলাম শিমুল সহ অন্যান্য নেতৃবৃন্দরা।
এসময় ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী ফেরদৌস আহমেদ বলেন, বর্তমান বিশ্বে নগরায়ণের ফলে প্রাকৃতিক ভারসাম্য বিপর্যয়ের পথে। যেকোনো দেশে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে শতকরা ২৫ ভাগ বনায়ন থাকা উচিত। সে জায়গায় আমাদের দেশের বনায়ন শুধুমাত্র ১৩ ভাগ। দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও আগামী প্রজন্মের কথা চিন্তা করে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় আমাদের এই কর্মসূচি।