শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > ভবন ধসের ঘটনায় উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা

ভবন ধসের ঘটনায় উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা

শেয়ার করুন

জেলা প্রতিনিধি, মংলা (বাগেরহাট) ॥ জেলার মংলায় নির্মাণাধীন ভবন ধসের ঘটনায় উদ্ধারকাজের সমাপ্ত ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় বিভাগীয় অতিরিক্ত কমিশনার (রাজস্ব) ফারুক হোসেনকে প্রধান করে ৯ সদস্যের তদন্তে কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার দুপুর সোয়া ১২টার পরে খুলনা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. মিজানুর রহমান এ ঘোষণা দেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বাগেরহাটের মংলা সেনাকল্যাণ সংস্থার এলিফ্যান্ট ব্র্যান্ড সিমেন্ট ফ্যাক্টরির নির্মাণাধীন ভবন ধসে সাত শ্রমিক নিহত হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ৫০ জন শ্রমিককে।

বিকেল পর্যন্ত বিধ্বস্ত ভবন থেকে চার শ্রমিকের মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর কর্মীরা। রাত সাতটা অবধি আরো তিন মৃতদেহসহ ৫০ জন শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়। এর মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক।

সংশ্লিষ্ট সূত্রমতে, ২০১৩ সালে ১০ নভেম্বর মংলা সেনাকল্যাণ সংস্থার এলিফ্যান্ট ব্র্যান্ড সিমেন্ট ফ্যাক্টরির নির্মাণ কাজ শুরু হয়। সিএনবিএম ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড ভবনের কাজ করছিল। ২০১৫ সালের ১০ নভেম্বর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল। নির্মাণ ব্যয় ধরা হয় ২ কোটি ৮৮ লাখ ৭৫ হাজার টাকা।