স্পোর্টস ডেস্ক ॥
নেইমার নেই, নেই এডিনসন কাভানি। তারপরও লিগ ওয়ানে নিজেদের দাপট দেখিয়ে চলেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। মঙ্গলবার রাতে দিজোঁর বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পেয়েছে টমাস টুখেলের দল।
ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় পিএসজি। দি মারিয়ার মাপা কর্নার থেকে দারুণ এক হেডে বল জালে পাঠান ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কিনিয়োস।
প্রথমার্ধের শেষদিকে আরও এক গোল হজম করে দিজোঁ। এবারও লভিন কুরজাওয়ার থেকে বল পেয়ে গোলমুখের খুব সামনে থেকে ডান পায়ে শট নেন কিলিয়ান এমবাপে।
দ্বিতীয়ার্ধে ৫০ মিনিটের মাথায় দুর্দান্ত এক ফ্রি কিকে ব্যবধান ৩-০ করেন দি মারিয়া। আর্জেন্টাইন উইংয়ের প্রায় ২২ গজ দূর থেকে নেওয়া শট দিঁজোর রক্ষণের উপর দিয়ে পোস্টে লেগে জড়িয়ে যায় জালে।
যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আরও গোল হজম করে দিঁজো। এবার তমা মুনিয়ের ছোট ডি-বক্সে বাড়ানো বল দ্রুততার সঙ্গে জালে ঠেলে জয় নিশ্চিত করেন দি মারিয়ার বদলি হিসেবে নামা এরিক মাক্সিম চুপো-মোটিং।
এই জয়ে লিগ ওয়ানের পয়েন্ট তালিকার শীর্ষেই থাকলো পিএসজি। ২৭ ম্যাচে ২৪ জয় ও ২ ড্রয়ে তাদের পয়েন্ট ৭৪।