স্পোর্টস ডেস্ক ॥ আবারও বড় হারের মুখোমুষি ওয়েস্ট ইন্ডিজ। আর শচীনের বিদায়ী টেস্টে বড় জয়ের সুবাস পাচ্ছে ভারত। কবে ভারতের ক্রিকটেপ্রেমীরা হতাশায় ভুগছেন শচীনকে আর ব্যাটিংয়ে দেখতে না পারার আশঙ্কায়। ইনিংস পরাজয় এড়াতে হলে ওয়েস্ট ইন্ডিজকে তৃতীয় দিন শনিবারআরও ২৭০ রান করতে হবে। হাতে আছে ৭ উইকেট। শুক্রবার দ্বিতীয় দিন ভারত তাদের প্রথম ইনিংসে ৪৯৫ রান করে অলআউট হয়।
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ১৮২ রানে অলআউট হয়েছিল। ফলে ভারত ৩১৩ রানে এগিয়ে যায়। ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে নেমে ৪৩ রান করতেই তিনজনকে হারিয়ে ফেলে। কাইরন পাওয়েল আউট হলে টিনো বেস্টকে নামায় নাইটওয়াচম্যান হিসেবে। কিস্তু বেস্টও আউট হয়ে গেলে নামেন ড্যারেন ব্রাভো।কিন্তু তিনিও আউট হয়ে যান। তিনটি উইকেটই নেন স্পিনাররা। দুটি আশ্বিন, একটি ওঝা। অপরাজিত আছেন ক্রিস গেইল। অপর ব্যাটসম্যান নামা আগেই দিনের খেলা শেষ করে দেন আম্পায়ার।
শুক্রবার ২ উইকেটে ১৫৭ ান নিয়ে খেলতে নামে ভারত। শচীন টেডুলকার ৭৪ রান করে আউট হলে প্রথমে পুজারা ও পরে রোহিত শর্মা শতরান করে ভারতকে বড় সংগ্রহ দাঁড় করাতে সাহায্য করে। শচীনের এটিই হয়ত শেষ টেস্ট ইনিংস হয়ে থাকবে। পুজারা ১১৩ রানে আউট হলেও রোহিত অপরাজিত থাকেন ১১১ রান করে। অভিষেকে টানা দুটি শতরান করলেন। ওয়ানডে স্টাইলে ১১৭ বলে ১০ চার আর ৩ ছক্কায় শতক পুরো করেন রোহিত। এ ছাড়া বিরাট কোহলি করেন ৫৭ রান। ক্যারিবিয়ান স্পিনার শিলিংফোর্ড ৫ উইকেট নেন ১৭৯ রানে।