শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > বড় জয়ের পরও শান্ত থাকতে বলছেন মেসি

বড় জয়ের পরও শান্ত থাকতে বলছেন মেসি

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥

ঢাকা: কোপা আমেরিকার শতবর্ষী আসরে শুরুটা দুর্দান্ত করেছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারানোর পর পানামার বিপক্ষে লিওনেল মেসির হ্যাটট্রিকে বড় জয় পেয়েছে জেরার্ডো মার্টিনোর শিষ্যরা। তবে ইনজুরি ফেরত আলবেসেলিস্তা অধিনায়ক মেসি তার দলকে অতি আনন্দে গা ভাসাতে নিষেধ করেছেন।

কোপার আগে প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসের বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচে ইনজুরিতে পড়েন মেসি। পরে চিলির বিপক্ষে ২-১ ব্যবধানর জয় সাইড বেঞ্চে বসেই উপভোগ করেন বার্সেলোনা তারকা। তবে পানামার বিপক্ষে ৫-০ গোলে জয়ের ম্যাচে কোচ মার্টিনো তাকে খেলার ৬১ মিনিটে মাঠে নামান। আর মাঠে নেমে মাত্র ১৯ মিনিটের মধ্যেই হ্যাটট্রিক উদযাপন করেন ব্যালন ডি’অর জয়ী তারকা।

১৪বারের কোপা চ্যাম্পিয়নরা ইতোমধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। তবে দলটিকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বলিভিয়ার বিপক্ষে লড়তে হবে। তবে এ ব্যাপারটিকে ভিন্ন ভাবে দেখছেন মেসি, ‘আমি আশা করি এবারের কোপা আমাদের। আমরা এখন পর্যন্ত যা চেয়েছি তাই পেয়েছি। তবে আমাদের শান্ত থাকতে হবে।’

মেসি আরও বলেন, ‘আমাদের এখন বলিভিয়াকে নিয়ে চিন্তা করতে হবে পরে কোয়ার্টার ফাইনাল। প্রতিটি ম্যাচই কঠিন। আর ইনজুরি থেকে ফিরতে পেরে আমার খুবই খুশি অনুভব করছি। আসলে সত্যি কথা বলতে সবকিছুর জন্যই আমি দারুণ আনন্দিত।’

মেসির নেতৃত্বে ২০১৪ ব্রাজিল বিশ্বকাপ ও গতবারের কোপা আমেরিকার রানারআপ হয়েছিলো আর্জেন্টিনা। তবে শেষ মুহূর্তে গিয়ে শিরোপা বঞ্চিত থাকতে হয় দলটিকে। তবে তারকা সমৃদ্ধ দলটির সামনে এবারে থাকছে ২৩ বছরের শিরোপার অতৃপ্তি ঘোচানোর সুযোগ।