শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ব্রিটেনে যাজিকা হওয়ার আগ্রহ বেড়েছে

ব্রিটেনে যাজিকা হওয়ার আগ্রহ বেড়েছে

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: উচ্চ জন্মহারের কারণে সারা বিশ্বে মুসলিমদের সংখ্যা বৃদ্ধি নিয়ে আতঙ্কিত পশ্চিম ও ভারত। এতে করে সভ্যতার সংঘাত আরো গতি পাবে বলে অনেকে মনে করছেন। মুসিলম ও অন্যান্য সভ্যতার মধ্যে সাংস্কৃতিক পার্থক্য পশ্চিমে সামাজিক সংহতিকে বিঘ্নিত করারও আশঙ্কা করা হচ্ছে।

ঠিক এমন সময়ে ব্রিটেনে মেয়েদের মধ্যে ধর্মাসক্তি বেড়েছে ব্যাপক হারে। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, মেয়েদের নান বা যাজিকা হওয়ার প্রবণতা গত পঁচিশ বছরের মধ্যে এখন সবচেয়ে বেশি।

ইংল্যান্ড ও ওয়েলসের ক্যাথলিক চার্চ জানিয়েছে, নারীদের মধ্যে যাজিকা হওয়ার আগ্রহ ১৯৯০ সালের পর এখন সবচেয়ে বেশি।
২০০৯ সালে যেখানে মাত্র পনেরো জন যাজিকা হতে আগ্রহী ছিলেন, ২০১৪ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ জনে। এদের ১৪ জনেরই বয়স ৩০ বছরের নিচে।

সাংস্কৃতিক পার্থক্যের কারণেই নারীরা ধর্মের প্রতি ঝুঁকছে বলে মনে করে চার্চ।

পরিসংখ্যানে দেখা যায়, ১৯৮০ সালে প্রতিবছর অন্তত ৮০ জন নারী যাজিকা হতেন। কিন্তু পরবর্তীতে এই সংখ্যা কমতে শুরু করে। তবে ২০০৪ সাল থেকে এই সংখ্যা আবার বাড়তে শুরু করেছে।