বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > আন্তর্জাতিক > ব্রিটেনে বিশ্বের প্রথম সামাজিক দূরত্বে কনসার্ট

ব্রিটেনে বিশ্বের প্রথম সামাজিক দূরত্বে কনসার্ট

শেয়ার করুন

অনলাইন ডেস্ক ॥
বিরাট মাঠ। মাঠের এক কোণে লাল-নীল আলো-আঁধারির একটি রঙ্গমঞ্চ। তারই সামনে আবার শত শত ছোট ছোট মঞ্চ। উপরে দুই-তিনটি করে চেয়ার।

কোনোটাতে আবার চারটি করেও আছে। কোনোটায় আবার গায়ে গায়ে নয়। একটা থেকে আরেকটা প্রায় দুই ফুট দূরে। সবগুলোতেই যারা বসে আছেন তারাও ফাঁকা ফাঁকা। লন্ডনের নিউ ক্যাসলের গসফোর্থ পার্কে আয়োজিত ব্রিটেনের প্রথম ‘সামাজিক দূরত্বে কনসার্ট’। আগের মতো অতটা উল্লাস-হইচই না থাকলেও করোনার এই অতি মহামারীর মধ্যেও পুরো কনসার্টই যেন লোকারণ্য হয়ে উঠেছিল গত সপ্তাহের মঙ্গলবার অনুষ্ঠিত এই কনসার্টে অংশ নেন অন্তত দুই হাজার ৫০০ দর্শকশ্রোতা। আয়োজকরা একে ‘সামাজিক দূরত্ব’র প্রথম কনসার্ট বলে দাবি করেন। চলতি বছরজুড়ে এমন আরও বেশ কয়েকটি কনসার্ট আয়োজন করা হবে বলেও জানিয়েছেন তারা। গত মাসের মাঝামাঝি থেকে অবকাশ যাপনের অনুষঙ্গগুলো আবারও চালু করার অনুমতি দেয় প্রধানমন্ত্রী বরিস জনসনের সরকার।
এ অনুমতির ফলে সুইমিংপুল, জিম, নেইল বার ও ট্যাটু আঁকিয়েদের দরজা খুলে যায়। ক্রিকেটের মতো দলগত খেলাগুলোও আবার শুরু হয়। সীমিত সংখ্যক শ্রোতাদের নিয়ে অনুমতি দেয়া হয় কনসার্টের মতো আউটডোর পারফরম্যান্সগুলোরও।
এরই ধারাবাহিকতায় নিউক্যাসলের গসফোর্থের ভার্জিন মানি ইউনিটি অ্যারেনায় পরীক্ষামূলকভাবে সামাজিক দূরত্বের কনসার্ট আয়োজন করা হয়। বেশ সাজানো গোছানো এই কনসার্টে ছিল গাড়ি পার্ক করার সুবিধাও। এছাড়া পাশেই ছিল খাবার ও পানীয়র সুব্যবস্থাও।