বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > আন্তর্জাতিক > ব্রিটেনের রানি এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপের বেফাঁস কিছু উক্তি

ব্রিটেনের রানি এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপের বেফাঁস কিছু উক্তি

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥
বেফাঁস কথাবার্তার জন্য প্রায়ই আলোচিত-সমালোচিত হয়েছেন ব্রিটেনের রানি এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ যিনি অগাষ্ট মাস থেকে সমস্ত রাজকীয় দায়িত্ব থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।

বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে জনসমক্ষে তার এরকম কিছু বেফাঁস উক্তি নীচে তুলে ধরা হলো, যেগুলোর কিছু মজার খোরাক জোগাবে, কতগুলো পড়ে আবার কেউ কেউ হয়তো আঁতকে উঠবেন:
১৯৮১: ‘প্রত্যেকে বলেন বিনোদনের জন্য তাদের আরো সময় দরকার। কিন্তু এখন তারা অভিযোগ করছেন তাদের কাজ নেই’। (ব্রিটেনে ১৯৮১ সালের অর্থনৈতিক মন্দার সময়)
১৯৮৬: ‘তোমরা এদেশে বেশিদিন থাকলে তোমাদের চোখ সরু হয়ে যাবে’। (চীন সফরের সময় সেখানে একদল ব্রিটিশ ছাত্রদের বলেছিলেন।)
১৯৯৪: ‘আপনাদের অধিকাংশই তো জলদস্যুদের বংশধর, তাই না’? (কেইম্যান দ্বীপে সফরের সময় ¯’ানীয় এক সমভ্রান্ত ব্যক্তিকে)

১৯৯৭: ‘আস্ত একটা আহাম্মক, গাধা’। (কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের কার পার্কের কর্মচারী তাকে না চেনার পর ক্রুদ্ধ প্রতিক্রিয়া।)
১৯৯৯: ‘দেখে মনে হচ্ছে কোনো ভারতীয় এটি বানিয়েছে’। (এডিনবারাতে একটি বৈদ্যুতিক ফিউজ তৈরি কারাখানা সফরের সময়)
২০০২: ‘তোমরা কি এখনও বর্শা ছোঁড়’? (অস্ট্রেলিয়া সফরের সময় আদিবাসী এ্যাবোরোজিনসদের সাথে কথা বলার সময়।)
২০১৩: ‘এনএইচএস-এ তোমাদের যে সংখ্যা তাতে মনে হয় ফিলিপিন অর্ধেক খালি হয়ে গেছে’। (লুটন হাসপাতালে ফিলিপিনো এক নার্সের সাথে কথা বলার সময়)
২০০২: ‘আপনাকে দেখে আত্মঘাতী বোমা-হামলাকারী লাগছে’। (আইল অব লিউইস সফরের সময় বর্ম পরিহিত এক নারী পুলিশের লক্ষ্য করে। )

২০১৩: ‘বাচ্চারা স্কুলে যায় কারণ বাবা-মায়েরা তাদেরকে বাড়িতে দেখতে চায়না’। (তালেবানের হামলা থেকে রক্ষা পাওয়া নোবেল জয়ী মালালা ইউসুফজাইকে)
২০১৭:  ‘তোমাকে দেখে মনে হয় তুমি অভুক্ত’। (একটি বৃদ্ধাশ্রম সফরে গিয়ে এক পেনসনারকে।

বিবিসি বাংলা