বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > খেলা > ব্রাদার্সকে রানপাহাড়ে চাপা দিয়ে জিতলো আবাহনী

ব্রাদার্সকে রানপাহাড়ে চাপা দিয়ে জিতলো আবাহনী

শেয়ার করুন


বাংলাভূমি ডেস্ক:
লক্ষ্য ৩৭৩ রান। ব্রাদার্স ইউনিয়নের জন্য এই ম্যাচে জয়ের আশা করা কঠিনই ছিল। তবে ওপেনার মিজানুর রহমান লড়লেন। করলেন দুর্দান্ত এক সেঞ্চুরি। যদিও তার ইনিংসটি গেছে বিফলেই।
ব্রাদার্স ইউনিয়নকে ১২৪ রানের বড় ব্যবধানে উড়িয়ে জিতেছে আবাহনী লিমিটেড। ম্যাচসেরা এনামুল হক বিজয়।
জাতীয় দলে জায়গা পাকাপোক্ত করতে না পারলেও ঢাকা লিগে ঠিক নিজের পারফরমেন্স ধরে রেখেছেন এনামুল হক বিজয়। আগেরবার এক হাজারের ওপর রান করে টপ স্কোরার হওয়া এ ডানহাতি টপ অর্ডার কাম উইকেটকিপার ব্যাটার এবার আবাহনীর হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেই সেঞ্চুরি করেছেন।

গত প্রিমিয়ার লিগের ফর্মটাই যেন এবারের আসরে টেনে আনলেন বিজয়। মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে ১১৮ বলে ১২৩ রানের দারুন ইনিংস খেলেছেন বিজয়। সমান ৬টি করে ছক্কা ও বাউন্ডারি দিয়ে সাজানো ছিল বিজয়ের শতকটি।

সঙ্গে আরেক ওপেনার নাইম শেখও দারুন ব্যাটিং করে শতরানের সম্ভাবনা জাগিয়েছিলেন; কিন্তু ৮৫ রানে ফিরে যান তিনি। ৭৪ বলে এক ডজন বাউন্ডারি ও এক ছক্কায় ওই ইনিংসটি খেলেছিলেন তিনি।
এ দু’জনের একজোড়া বড় ইনিংসের সাথে আরও একজোড়া কার্যকর ইনিংস আছে আবাহনীর ইনিংসে। যার একটি খেলেছেন আফিফ হোসেন ধ্রুব (৪৭ বলে ৬৫), অন্যটি মোসাদ্দেক হোসেন সৈকত (২৭ বলে ৪৬)।
এছাড়া জাকের আলী অনিকও নিচের দিকে সাত নম্বরে নেমে ১১ বলে ২৬ রানের ঝড়ো ইনিংস উপহার দেন। তাতেই রান পাহাড় গড়ে আবাহনী। ৫০ ওভার শেষে আকাশী হলুদ জার্সিধারীদের রান গিয়ে ঠেকে ৬ উইকেট হারিয়ে ৩৭২-এ।

জবাবে ৬ উইকেটে ২৪৮ রানে থামে ব্রাদার্স ইউনিয়ন। মিজানুরের সেঞ্চুরি আর মাশইকুর রহমানের ৭৩ রান বাদ দিলে আর কেউই বলার মতো কিছু করতে পারেননি। ১১৬ বল মোকাবেলায় মিজানুরের ১০২ রানের ইনিংসটি ছিল ১১ বাউন্ডারি আর ২ ছক্কায় সাজানো।
আবাহনীর রিপন মণ্ডল আর তানভীর ইসলাম নেন দুটি করে উইকেট।