স্পোর্টস ডেস্ক ॥ ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্ন দুমড়ে-মুচড়ে দিল জার্মানি। তা এমনইভাবে যে কোনো হা-হুতাশ করারও সুযোগ থাকলো না স্বাগতিক দেশটির ২০ কোটি মানুষ আর বিশ্বজুড়ে কোটি-কোটি সমর্থকদের। শেষ বাঁশি বাজার সময় স্কোর জার্মানি ৭-১ ব্রাজিল!ব্রাজিলে শোকের মাতাম
খেলা শেষ হওয়ার পর পর ব্রাজিল জুড়ে চলছে শোকের মাতাম। আন্তর্জাতিক মিডিয়া গুলোতে বলা হচ্ছে ব্রাজিলের এই হতাশা জনক খেলা দেখে অনেক ব্রাজিলিয়ান স্ট্রোক করেছে। ব্রাজিলে শোকের মাতাম
ইতিমধ্যে শতাধিক ব্রাজিলিয়ান শোকে আত্মহত্যা করার চেষ্টা হাসপাতাল গুলোতে গুরুত্বর অবস্থায় ভর্তি রয়েছে। ব্রাজিলের কয়েকটি মিডিয়া জানিয়েছে ইতিমধ্যে হাসপাতাল গুলোতে রোগী সংখ্যা বেড়ে গেছে। কয়েকটি হাস্পাতালে নতুন কোন রোগী ভর্তি সম্ভব হচ্ছে না।
ব্রাজিলে শোকের মাতাম
ব্রাজিলে শোকের মাতাম