শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > খেলা > ব্রাজিলের ডগলাসের নতুন ঠিকানা গার্দিওলার সিটি

ব্রাজিলের ডগলাসের নতুন ঠিকানা গার্দিওলার সিটি

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥

তার পুরো নাম- ডগলাস লুইস সুয়ারেজ ডি পাওলো। সংক্ষেপে লেখা হয় ডগলাস লুইস। বয়স ১৯ বছর। খেলে থাকেন মিডফিল্ডারের ভূমিকায়। অসাধারণ প্রতিভাবান একজন ফুটবলার তিনি।

ব্রাজিলের অনূর্ধ্ব-২০ দলের হয়ে ৫টি ম্যাচ খেলেছেন ডগলাস। চলতি বছরের জানুয়ারিতে ইকুয়েডরে অনুষ্ঠিত দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি। বিশ্বের নামিদামি ক্লাবের নজরে আসেন তখনই।

ক্লাব ফুটবলে তার পথচলা শুরু ব্রাজিলিয়ান ক্লাব ভাস্কো দা গামায়। ক্লাবটিতে নিজেকে প্রমাণ করেছেন। নইলে কি আর পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির মতো ক্লাবের প্রস্তাব পান?

বলার অপেক্ষা রাখে না যে, ম্যানচেস্টার সিটির প্রস্তাবে অনায়াসেই সাড়া দেবেন ডগলাস। দিলেনও। মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর সিটির সঙ্গে পাঁচ বছরের চুক্তি করলেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার।

ডগলাসকে দলে পেয়ে রোমাঞ্চিত ম্যানচেস্টার সিটির ডিরেক্টর জিকি বেজিরিস্টেইন। বলেন, ‘আমরা ডগলাসকে স্বাগত জানাতে পেরে খুশি। দারুণ প্রতিভাবান একজন ফুটবলার সে। আমাদের ক্লাবের সবাই তার প্রতিভা উন্নয়নে সাহায্য করব। তাকে পাওয়াটা দলের জন্য ভালোই হলো।’