শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ব্যাংক পরিচালনা পর্ষদ গঠনে সরকারের ভুল ছিল: অর্থমন্ত্রী

ব্যাংক পরিচালনা পর্ষদ গঠনে সরকারের ভুল ছিল: অর্থমন্ত্রী

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥্ সরকারি মালিকানাধীন ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ গঠনে নিজেদের ভুলের কথা স্বীকার করলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ সোমবার দুপরে অর্থমন্ত্রণালয়ের সভাকক্ষে আরব আমিরাত ও বাংলাদেশ সরকারের যৌথ আর্থিক প্রতিষ্ঠান ইউবিকো ডিভিডেন্ট হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ ভুলের কথা স্বীকার করেন। হলমার্ক, বিসমিল্লাহ গ্রুপের সঙ্গে সোনালী ব্যাংকের ঋণ কেলেঙ্কারি ও সাম্প্রতিক বেসিক ব্যাংকের দুর্নীতির ঘটনায় ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ গঠনে সরকারের কোনো দুর্বলতা ছিল কি না এমন প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, পরিচালনা পর্ষদ গঠন ও ব্যক্তি নিয়োগে সরকারের অনেক সময় ভুল হয়েছে। পরিচালনা পর্ষদে কিছু রাজনৈতিক লোক থাকে বলে কিছু জালিয়াতি হচ্ছে। আমাদের এ পরিচালনা পর্ষদ নিয়োগে ভুল হয়েছে।
ব্যাংক ব্যবস্থার এ অবস্থা বন্ধে সরকারের কোনো উদ্যোগ আছে কি না এ প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, এ বিষয়ে শুরুতে আমাদের দুর্বলতা ছিল তা এখন জোরদার করা হচ্ছে। ইউবিকোর ডেপুটি চেয়াম্যান ও অর্থমন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলম জানান, ব্যাংকটি ২৭ বছর ধরে আমিরাত সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করে আসছে। গত বছর প্রতিষ্ঠানটি ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ট দিয়েছে। আর এ বছর প্রতিষ্ঠানটি ২০ শতাংশ নগদ ডিভিডেন্ট দিয়েছে। প্রতিষ্ঠানটির মোট ১০০ কোটি টাকার মধ্যে ৪০ শতাংশ শেয়ার বাংলাদেশ সরকারের এবং বাকি ৬০ শতাংশ শেয়ার আমিরাত সরকারের বলে তিনি জানান।