শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > বোস্টন ডাইনামিকস গুগল কিনল

বোস্টন ডাইনামিকস গুগল কিনল

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ বিশ্বের দ্রুতগতির চারপেয়ে রোবট চিতাবিশ্বের দ্রুতগতির রোবট ‘চিতা’র নির্মাতা বোস্টন ডাইনামিকস কিনে নিয়েছে সার্চ ইঞ্জিন গুগল। বোস্টন ডাইনামিকস মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে চুক্তিবদ্ধ রোবট নির্মাতা প্রতিষ্ঠান। চলতি বছর এ নিয়ে আটটি রোবট নির্মাতা প্রতিষ্ঠান কিনে নিল গুগল।

কত টাকায় এবং কী ধরনের প্রকল্পের জন্য এই বেচাকেনা হলো তা নিয়ে এখনো মুখ খোলেননি অ্যান্ড্রয়েডের সাবেক প্রধান অ্যান্ডি রুবিন। তবে বিশ্লেষকেরা বলছেন ইন্টারনেট কোম্পানির জন্য রোবট নির্মাতা প্রকৌশল প্রতিষ্ঠান কেনার ব্যাপারটা বেশ কৌতূহল জাগিয়েছে। এদিকে আমাজন ডট কমও চালকবিহীন হেলিকপ্টার ড্রোন কেনার কথা জানিয়েছে।

গুগল প্লাস সার্ভিসেসের এক বার্তায় প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ল্যারি পেজ বলেছেন, ‘অ্যান্ডি রুবিনের পরবর্তী প্রকল্প নিয়ে আমি খুবই আনন্দিত ও উত্তেজিত। অ্যান্ড্রয়েড যেমন বিস্ময়কর একটা ধারণা ছিল তেমনি রোবট নিয়েও পরবর্তী প্রকল্প বিস্ময়কর ও সফল হবে।’