শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > বোর্নমাউথের কাছে হার ম্যানইউর

বোর্নমাউথের কাছে হার ম্যানইউর

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥
ঢাকা: ভাগ্য বিধাতা যেন কোনোভাবেই ফিরে তাকাচ্ছেন না ম্যানচেস্টার ইউনাইটেডের দিকে। সেই তো গত সপ্তাহেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে উলফসবার্গের কাছে হেরে গ্রুপপর্ব থেকে বিদায় নিতে হল লুইস ফন গালের শিষ্যদের। এবার ইংলিশ প্রিমিয়ার লিগের পুচকে দল বোর্নমাউথের সঙ্গে ২-১ গোলে হেরেছে রেড ডেভিলসরা।

এতে ১৬ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ম্যানইউর অবস্থান চতুর্থ। আগামী সপ্তাহে টটেনহ্যামের সঙ্গে মুখোমুখি লড়াইযে হেরে গেলে ছিটকে পড়বে চতুর্থ স্থানে। অপরদিকে এই জয়ে ১৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে বর্তমান চ্যাম্পিয়ন চেলসিকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের ১৬তম স্থানে ওঠে এসেছে বোর্নমাউথ।

গোল্ডস্যান্ডস স্টেডিয়ামে অতিথি হয়ে গিয়েছিল ম্যানইউ। আতিথেয়তায় কমতি না থাকলেও মাঠের খেলায় মোটেও ছাড় দেয়নি বোর্নমাউথ। গত সপ্তাহে বর্তমান চ্যাম্পিয়ন চেলসিকে হারিয়ে চমক দেখায় বোর্নমাউথ। এবার প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশিবার শিরোপা জয়ীদের হারিয়ে নিজেদের শক্তিমত্তার প্রমাণ রাখল তারা। যদিও দলটি প্রথমবারের মতো ইংলিশ ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা প্রিমিয়ার লিগে খেলছে।

খেলা শুরুর দুই মিনিটের মধ্যে দুর্দান্ত এক গোলে এগিয়ে যায় বোর্নমাউথ। ব্রিটিশ মিডফিল্ডার জুনিয়র স্টানিসলাসের নেওয়া কর্নার অনেকটা বাঁক খেয়ে গোলরক্ষক দাভিদ দে হেয়ার মাথার উপর দিয়ে দ্বিতীয় পোস্ট ঘেঁষে জালে জড়ায়। সমতায় ফিরতে অবশ্য ইউনাইটেডও খুব বেশি সময় নেয়নি। ২৪ মিনিটে মারোয়ানি ফেলাইনির গোলে সমতায় ফেরে ফন গালের শিষ্যরা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে আবারো এগিয়ে যায় স্বাগতিকরা। ৫৪ মিনিটে ডি বক্সের মধ্যে থেকে বল ম্যানইউর জালে জড়ান নরওয়ের ফরোয়ার্ড জসুয়া কিং।

বাকি সময়ে আর কোনো গোল শোধ করতে পারেনি। তাই ২-১ গোলের হারেই হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় ম্যানইউকে। এতে প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচ জয়ের পর তৃতীয় ম্যাচে হারতে হল। অপরদিকে সব ধরনের প্রতিযোগিতায় পঞ্চম ম্যাচেও জয়বঞ্চিত থাকল রেড ডেভিলসরা।