শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > রাজনীতি > বোকা বানাতে সরকার ডিজিটাল নিরাপত্তা আইনের বদলে সাইবার নিরাপত্তা আইন করছে: ফখরুল

বোকা বানাতে সরকার ডিজিটাল নিরাপত্তা আইনের বদলে সাইবার নিরাপত্তা আইন করছে: ফখরুল

শেয়ার করুন

দৈনিক বাংলাভূমি ডেস্ক:

সবাইকে বোকা বানাতে সরকার ডিজিটাল নিরাপত্তা আইনের বদলে সাইবার নিরাপত্তা আইন করছে বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এটি শুধু নাম পরিবর্তন করে আরেকটি নিবর্তনমূলক আইন প্রণয়নের নামান্তর।

আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন। আন্তর্জাতিক মহলের চাপ থাকায় আগামী নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ ভদ্র সাজার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব।

গতকাল সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির ভার্চ্যুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সিদ্ধান্ত জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘গণতন্ত্রের জন্য কালো আইন ডিজিটাল সিকিউরিটি আইনটি পুরোপুরি বাতিল করতে হবে। এটি গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী আইন। সরকার ডিজিটাল নিরাপত্তা আইনের বদলে নতুন আইন করে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে।’

ডিজিটাল নিরাপত্তা আইনের বদলে সাইবার নিরাপত্তা আইন প্রণয়নের আগে অংশীজনদের সঙ্গে আলোচনার বিষয়ে জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, ‘আলোচনা করে আইন প্রণয়ন করবে, এটা আওয়ামী লীগের কাছ থেকে আশা করি না। আওয়ামী লীগের চরিত্র আমরা জানি। আওয়ামী লীগ গণতন্ত্র ও মতপ্রকাশের ক্ষেত্র সব সময় নিয়ন্ত্রণ করেছে। এটা নতুন নয়, ১৯৭৫ সাল থেকে এ কাজ করে আসছে তারা।’