প্রেসবিজ্ঞপ্তি:
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে গাজীপুর জেলা পরিষদের পক্ষ থেকে জুলাই—আগস্ট ২৪ বৈষম্যবিরোধী ছাত্র—জনতা অন্দোলনে গাজীপুর জেলার ১২জন শহিদ পরিবারকে ১ লাখ টাকা করে মোট ১২ লাখ টাকা অনুদানের চেক প্রদান করা হয়। গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী প্রত্যেক শহিদ পরিবারের নিকট এ অনুদানের চেক হস্তান্তর করেন। ইতোপূর্বে উক্ত ১২টি শহিদ পরিবারের মাঝে ১ লাখ টাকা করে মোট ১২ লাখ টাকা প্রদান করা হয়েছিল। এ নিয়ে ১২টি শহিদ পরিবারের মাঝে মোট ২৪ লাখ টাকার চেক হস্তান্তর করা হলো। অনুদানের চেক হস্তান্তরের পর প্রাধান নির্বাহী কর্মকর্তা শহিদদের পিতা—মাতা ও পরিবারে সদস্যদের খেঁাজখবর নেন। এ সময় গাজীপুর জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা—কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।