সোমবার , ১১ই নভেম্বর, ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > বৈঠকের খবর ভিত্তিহীন : মির্জা ফখরুল

বৈঠকের খবর ভিত্তিহীন : মির্জা ফখরুল

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ আশরাফ-ফখরুল বৈঠকের খবর ভিত্তিহীন বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার রাত পৌনে ১২ টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ফখরুল ইসলাম আলমগীর বলেন, আপনারা সংলাপের ব্যাপারে অধীর আগ্রহ করছেন কিন্তু আপনাদের খুশি করাতে পারলাম না। কোন সংলাপ হয়নি। বিভ্রান্তি সৃষ্টি করতে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এ খবর ছড়ানো হয়েছে। যা সম্পূর্ন বেইজলেস (ভিত্তিহীন)।

এর আগে একটি সূত্রে হতে শনিবার সন্ধ্যা ৭টা থেকে ৮টা পর্যন্ত গুলশানের একটি বাসায় ঘণ্টাব্যাপী ফখরুল-আশরাফ বৈঠকের খবর পাওয়া যায়।

সূত্রটি আরো জানিয়েছে, সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর আলোচনার পরিপ্রেক্ষিতে দেশের চলমান পরিস্থিতি নিয়ে দেশের প্রধান দুই দলের এ দুই মুখপাত্র বৈঠক করেছেন।