শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > খেলা > বেসিকতাসে পেপে

বেসিকতাসে পেপে

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥
তুরস্কের ক্লাব বেসিকতাসে যোগ দিলেন পর্তুগালের ডিফেন্ডার পেপে। ব্ল্যাক ঈগল খ্যাত ক্লাবটির সঙ্গে তিনি দুই বছরের চুক্তি করেছেন। ২০০৭ থেকে ২০১৭- টানা দশ মৌসুম স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে খেলেন তিনি। ক্লাবটির সঙ্গে তার সর্বশেষ চুক্তির মেয়াদ শেষ হয় ৩০ জুলাই। এরপর ফ্রি হয়ে যান পেপে। তারসঙ্গে চুক্তি নবায়ন করেনি রিয়াল মাদ্রিদ। ইতালির কোনো ক্লাবে তার যোগ দেয়ার খবর শোনা যাচ্ছিল গত কয়েকদিন। কিন্তু শেষ পর্যন্ত তুরস্কের ক্লাব বেসিকতকাসে যোগ দিলেন পেপে। এক্ষেত্রে তার পর্তুগিজ সতীর্থ রিকার্ডো কারেসমার অবদান রয়েছে। তিনি সর্বশেষ দুই মৌসুমে তুরস্কের এই ক্লাবটির হয়ে খেলছেন। সর্বশেষ এই দুই মৌসুমে তুরস্কের সুপার লীগের শিরোপা জিতেছে বেসিকতাস। ক্লাবটিতে এবার খেলবেন পর্তুগালের দুই খেলোয়াড়। ৩৪ বছর বয়সী পেপে রিয়ালের হয়ে দুই লা-লিগা, দুই কোপা দেল রে’, তিন চ্যাম্পিয়ন্স লীগ, এক ইউয়েফা সুপার কাপ ও দুই ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছেন। নতুন ক্লাবে যোগ দেয়া নিয়ে তিনি বলেন, ‘ক্যারিয়ারের একটি পর্ব শেষ করেছি। এখন আরেকটি পর্ব শুরু করার অপেক্ষায়।’