বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > বেসরকারি মেডিকেলের ভর্তিতে ৫০ শতাংশ > বিদেশি কোটা কেন অবৈধ নয় : হাইকোর্ট

বেসরকারি মেডিকেলের ভর্তিতে ৫০ শতাংশ > বিদেশি কোটা কেন অবৈধ নয় : হাইকোর্ট

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

একইসঙ্গে মেডিকেল কলেজে মেয়েদের জন্য ৩০ শতাংশ কোটা সংরক্ষণে কেন নির্দেশ দেওয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে রুলে। এক রিট আবেদনের শুনানি করে গতকাল মঙ্গলবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চ এ রুল জারি করেন। স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও চারটি বেসরকারি মেডিকেল কলেজসহ সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

গতকাল আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।