বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ভারতের উত্তর প্রদেশে স্কুলশিক্ষার্থীদের বহনকারী একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে অন্তত ১৫ শিশু নিহতের খবর পাওয়া গেছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরো ৪০ শিশু।
১৯ জানুয়ারি বৃহস্পতিবার ভোরে রাজ্যের ইত্তা জেলার আলীগঞ্জে দুর্ঘটনাটি ঘটে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
মিনি বাসে করে শিক্ষার্থীরা স্কুলে যাচ্ছিল। পথে বেপরোয়া গতির ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়।
হতাহতদের সবার বয়স সাত থেকে ১০ বছরের মধ্যে। তারা স্থানীয় একটি সরকারি জুনিয়র স্কুলের শিক্ষার্থী।
এ দুর্ঘটনার পর শীতের কারণে জেলা প্রশাসন তিন দিন সব স্কুলে ছুটি ঘোষণা করেছে।