জেলা প্রতিনিধি, বেনাপোল (যশোর) : যশোরের বেনাপোল সীমান্তের শিবনাথপুর বারোপোতা গ্রামে জামাল হোসেন নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় ৪ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (০২ এপ্রিল) বিকাল ৫ টায় নিহতের পিতা মিজানুর রহমান বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় এই মামলা করেন।
আসামিরা হলেন, নিহতের আপন চাচী মোনোয়ারা বেগম,চাচা রমজান আলী, চাচাতো ভাই কবীর ও আমীর।
মামলার বিবরণে জানা যায়, জমি-জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে পারিবারিক কলহের জের ধরে বুধবার(০১ এপ্রিল) চাচীর হাতে খুন হয় জামাল। এ ঘটনায় পুলিশ হত্যা মামলার প্রধান আসামি মনোয়ারা বেগমকে ওই দিন ঘটনাস্থল থেকে আটক করে আদালতে পাঠায়। দ্বিতীয় আসামি চাচা রমজান জামালের স্বজনদের হাতে গুরুতর জখম হওয়ায় বর্তমানে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ নিরাপত্তায় চিকিৎসাধীন। বাকী দুই আসামি চাচাতো ভাইয়েরা পলাতক রয়েছে।
বেনাপোল পোর্ট থানা পুলিশের উপপরিদর্শক মামলার তদন্ত কর্মকর্তা (এসআই) শাহাবুর হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।