শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > বেতন বাড়ানোর দাবিতে গ্রাম পুলিশদের অনশন

বেতন বাড়ানোর দাবিতে গ্রাম পুলিশদের অনশন

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারীদের সমান বেতনের দাবিতে অনশন করছেন গ্রাম পুলিশ সদস্যরা। বৃহস্পতিবার সকাল নয়টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি শুরু হয়। বিকাল পাঁচটা পর্যন্ত এই অনশন চলবে বলে জানিয়েছেন অনশনকারীরা।

বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের সভাপতি এম এ আলীম জানান, সরকার চতুর্থ শ্রেণির কর্মচারীদের যে বেতন দেয় সে পরিমাণ বেতন আমরা দাবি করছি।

তিনি জানান, দাবি পূরণ না হলে ১৭ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত সারাদেশে গ্রাম পুলিশ সদস্যরা কালোব্যাজ ধারণ করবে। এছাড়া ১০ মে থেকে তিনদিন ইউনিয়ন পরিষদে হাজিরা বর্জন করবে। এরপরও দাবি মানা না হলে ২৯ মে থেকে ৫ জুন পর্যন্ত থানায় হাজিরা বর্জন করা হবে।

গ্রাম পুলিশদের মাসিক বেতন তিন হাজার টাকা। এই টাকাও দুই ভাগে দেওয়া হয়। অর্ধেক বেতন ইউনিয়ন পরিষদের কোষাগার এবং বাকিটা স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে দেয়া হয়। এছাড়া প্রতিটি ইউনিয়ন পরিষদে একজন করে দফাদার থাকেন, যার মাসিক বেতন ৩ হাজার ৪০০ টাকা। এই টাকাও দুই ভাগে দুই জায়গা থেকে দেয়া হয়।