স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: কয়েকদিনের প্রচণ্ড দাবদাহের পর বুধবার (১০ জুন) রাজধানীজুড়ে কয়েকদফায় থেমে থেমে বৃষ্টি হয়। তবে তা দাবদাহের মাত্রা কিছুতেই কমাতে পারেনি।
আগামী কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে, বুধবার আবহাওয়া অধিদফতরের দেওয়া এমন পূর্বাভাসের সত্যতা মিললো বৃহস্পতিবার (১১ জুন) সকালেই। আর তীব্রতা এতই বেশি যে, বৃষ্টিতে জমে যাওয়া পানিতে ঘর থেকে বের হয়েই নাকাল হতে হচ্ছে রাজধানীবাসীকে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত রাজধানীতে ১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টির এ ধারা অব্যাহত থাকারও পূর্বাভাস দেওয়া হয়েছে।
এদিকে টানা বৃষ্টির ফলে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে বিপাকে পড়েছেন অফিসগামী মানুষ, স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা।
আর এ সুযোগ কাজে লাগিয়ে রিকশা, সিনএজি অটোরিকশা চালকরা যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া হাঁকাচ্ছেন।
রাজধানীতে বৃহস্পতিবার সকালে বৃষ্টি হলেও, সারাদেশের বিভিন্ন জায়গায় বুধবার রাতভর বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। এ বিষয়ে আবহাওয়া অধিদফতর বলছে, সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে সিলেটে। সেখানে বুধবার দিনগত রাত ১২ থেকে সকাল পর্যন্ত ১২৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
এরপরেই রংপুর, সেখানে ৮৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া ময়মনসিংহ, দিনাজপুর, টাঙ্গাইল, ফেনী, হাতিয়া, ইশ্বরদী, মাইজদীতেও ব্যাপক বৃষ্টিপাত রেকর্ডের কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
এর আগে বুধবার (১০ জুন) সন্ধ্যায় আবহাওয়া অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ঢাকা, রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।
সে জন্য এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে এক (১) নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়।