শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > বুয়েটে প্রথম, দেশে দ্বিতীয় নারী উপাচার্য

বুয়েটে প্রথম, দেশে দ্বিতীয় নারী উপাচার্য

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) উপার্চায হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের অধ্যাপক খালেদা একরাম। বুয়েটের ইতিহাসে এই প্রথম কোনো নারী বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন। দেশের ইতিহাসে তিনি দ্বিতীয় নারী উপাচার্য।

রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদন শেষে শিক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার এ বিষয়ে আদেশ জারি করেছে।

এরআগে চলতি বছরের মার্চে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম নারী উপাচার্য হিসাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পান নৃ-বিজ্ঞানের অধ্যাপক ফারজানা ইসলাম।

বুয়েটের উপাচার্য হিসাবে অধ্যাপক খালেদা একরামের নিয়োগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য অফিসার সুবোধ চন্দ্র ঢালী।

বুয়েটের সাবেক উপাচার্য নজরুল ইসলামের মেয়াদ শেষ হয় গত ৩১ আগস্ট। এরপর থেকে গুরুত্বপূর্ণ এ পদটি শূন্য ছিল।

খালেদা একরামকে চার বছরের জন্য উপার্চায হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।