শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > শীর্ষ খবর > বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় লাশের সংখ্যা বেড়ে ২১

বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় লাশের সংখ্যা বেড়ে ২১

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
বুড়িগঙ্গা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে গেছে। এ ঘটনায় এ পর্যন্ত ২১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকাল নয়টার দিকে এমএল মর্নিং বার্ড নামের লঞ্চটি মুন্সিগঞ্জের কাঠপট্টি এলাকা থেকে সদরঘাটের উদ্দেশে রওনা হয়। সদরঘাটের কাছেই ফরাসগঞ্জ ঘাট এলাকায় নদীতে লঞ্চটি ডুবে যায়।

ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোহসীন ২১ জনের লাশ উদ্ধারের বিষয়টি জানিয়েছেন। উদ্ধার করা লাশের মধ্যে ১২ জন পুরুষ, ৬ জন নারী ও শিশু ৩ জন। পুরুষদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তাঁর নাম দিদার হোসেন (৪০)।

বুড়িগঙ্গায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে গেছে। ছবি: শুভ্র কান্তি দাশবুড়িগঙ্গায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে গেছে। ছবি: শুভ্র কান্তি দাশএর আগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান গোলাম সাদেক লাশ উদ্ধারের বিষয়টি জানান।

ঘটনাস্থলে নৌবাহিনী,ফায়ার সার্ভিস ও নৌপুলিশ উদ্ধারকাজ চালাচ্ছে।