রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > লাইফস্টাইল > বুদ্ধিমানরা অন্যকে বেশি বিশ্বাস করেন

বুদ্ধিমানরা অন্যকে বেশি বিশ্বাস করেন

শেয়ার করুন

লাইফস্টাইল ডেস্ক ॥ অক্সফোর্ড ইউনিভার্সিটির নতুন এক গবেষণায় উঠে এসেছে বোকা মানুষরা অন্যদের কম বিশ্বাস করলেও বুদ্ধিমান মানুষরা অন্যকে বেশি বিশ্বাস করে। ইন্টেলিজেন্স স্কেলে যাদের স্কোর নিচের দিকে তারা অন্যদের সহজে বিশ্বাস করতে চায় না। এক প্রতিবেদনে বিষয়টি প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস।

যুক্তরাষ্ট্রের জেনারেল সোশ্যাল সার্ভের ফলাফলের ওপর ভিত্তি করে এ গবেষণাটি করা হয়। গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে প্লস ওয়ান জার্নালে।

গবেষকরা জানিয়েছেন, এ গবেষণার ফলাফলে এটাই বোঝা যায় যে, স্মার্ট মানুষেরা অন্যদের চরিত্র সম্বন্ধে ভালো বিশ্লেষণ করতে পারে। ফলে যাদের মাধ্যমে তাদের বিশ্বাসভঙ্গ হতে পারে তাদের থেকে দূরে থাকে।

গবেষণাপত্রটির প্রধান লেখক ও অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষক নোয়াহ কার্ল বলেন, ‘বুদ্ধিমত্তার সঙ্গে অন্যদের বিশ্বাস করার বিষয়ে সম্পর্ক পাওয়া গেছে। এ ছাড়াও বিয়ে, শিক্ষা ও আয়ের সঙ্গেও সম্পর্ক পাওয়া গেছে।’

গবেষকরা এ ছাড়াও বিশ্বাস ও স্বাস্থ্যের মধ্যে যোগাযোগ খুঁজে পেয়েছেন। যদিও বিশ্বাসকে ও সুখ বুদ্ধিমত্তার মাধ্যমে ব্যাখ্যা করা যায় না।

গবেষক প্রফেসর ফ্রান্সেসকো বিলারি বলেন, ‘যারা অন্যদের বিশ্বাস করেন তাদের ভালো স্বাস্থ্য ও সুখী দেখা যায়।