শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > জাতীয় > বীর মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন মিয়ার মৃত্যু, বিভিন্ন মহলের শোক

বীর মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন মিয়ার মৃত্যু, বিভিন্ন মহলের শোক

শেয়ার করুন

এম. মতিন, চট্টগ্রাম ॥
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ হারুন মিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিভিন্ন মহল।

আজ বুধবার (৪ নভেম্বর ) সকাল ৫টার দিকে তিনি চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাইহির রাজেউন)।

বাদে জোহর উপজেলার কধুরখীল মসজিদ মাঠে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন।

সদ্যপ্রয়াত এই বীর মুক্তিযোদ্ধার কফিনে সালাম প্রদর্শন করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন, ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, ভূমি সহকারী কমিশনার মোঃ মোজাম্মেল হক চৌধুরী ও থানা ইনচার্জ আবদুল করিমের নেতৃত্বে থানা পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন মোহাম্মদ এমরান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক মোঃ জহুরুল ইসলাম জহুর ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দসহ অসংখ্য সাধারণ জনতা।

কমান্ডার হারুন মিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, স্থানীয় সাংসদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, কধুরখীল ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শেখ রাসেল স্মৃতি সংসদসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন মিয়া গত কয়েকদিন আগে গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রথমে বোয়ালখালীর স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতলে ভর্তি করা হয়। আজ বুধবার চিকিৎসাধীন অবস্থায় সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বীর মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন মিয়ার মৃত্যুতে শোক জানান, স্থানীয় সাংসদ সদস্য আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদ এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নুরুল আলম, ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, এস এম জসিম উদ্দিন, সামসুল আলম চেয়ারম্যান, কাজল দে চেয়ারম্যান, আলহাজ্ব আবদুল মান্নান মোনাফ চেয়ারম্যান, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম বাবুল, বোয়ালখালী উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি হাজি আবদুল মান্নান রানা, বোয়ালখালী সংবাদের সম্পাদক সৈয়দ মোঃ নজরুল ইসলাম, বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক স ম রবিউল হোসেন, ৮০/৯০ প্রাক্তন ছাত্রলীগের নেতা ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল হুদা শোক জানিয়েছেন।

উল্লেখ, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ হারুন মিয়া ১নং কধুরখীল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বোয়ালখালী মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচিত সংসদ কমান্ডার ছিলেন।