শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > জাতীয় > বীরগঞ্জে একযোগে ১০ মেডিকেল অফিসারের যোগদান

বীরগঞ্জে একযোগে ১০ মেডিকেল অফিসারের যোগদান

শেয়ার করুন

খায়রুন নাহার বহ্নি
দিনাজপুর প্রতিনিধি ॥
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে গতকাল বৃহস্পতিবার একযোগে ১০ জন মেডিকেল অফিসার যোগদান করেছেন। তাদের যোগদানের ফলে স্বাস্থ্য সেবার মান ও চিকিৎসক সংকট অনেকাংশ রোধ করা সম্ভব হলো বলে অভিমত স্থানীয়দের। দীর্ঘ দিন ধরে চিকিৎসক সংকট চলছিল এই বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। প্রায় ৩ লাখ মানুষের স্বাস্থ্য সেবার জন্য ছিল হাতে গোনা কয়েকজন চিকিৎসক। চিকিৎসকের বড় একটি অংশ যোগদানের সংবাদে অনেকটায় চিকিৎসা ক্ষেত্রে স্বস্তির নি:শ্বাস ফেলেছে বীরগঞ্জ উপজেলাবাসী। নবযোগদানকৃত চিকিৎসকরা হলেন, ডা: মনোরুল ইসলাম, ডা: মোঃ আব্দুল্লাহ আল তানভীর, ডা: মোঃ সাইফুল, ডাঃ সুজয় চক্রবর্তী, ডা: নাদিয়া আফরিন, ডা: নাসিদ নিয়াদি, ডা: তারেক আজিজ, ডা: তানজিন তামান্না, ডা: নাফিস ফুয়াদি ও ডাঃ শারমিন।

বৃহস্পতিবার বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে ১০জন অফিসার কে ফুলদিয়ে বরণ ও পরিচিতিসভার মাধ্যমে আবাসিক ডাঃ সমরেশ দাস সাংবাদিকদদের জানান, কোন বিশেষজ্ঞ চিকিৎসক না পাওয়া গেলেও মেডিকেল অফিসার পেয়ে আমরা অনেকটা জনসেবারর পথ- প্রশস্ত করতে পারবো আগামীতে এই হাসপাতালে মেডিসিন, আর্থোপ্রোডা, চক্ষু সহ আরো এ ধরণের বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ ডা: পাওয়া গেলে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য সেবা নিয়ে আর দুশ্চিন্তায় পড়তে হবে না। ৩৯ তম বিশেষ বিসিএস (স্বাস্থ্য) অফিসার সহ বর্তমানে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ জন ডাঃ চিকিৎসা সেবা প্রদান করতে পারবে বলে অনেকেই অভিমত করছেন। বীরগঞ্জ সরকারি কলেজের প্রভাষক মোঃ নজরুল ইসলাম খান সহ বীরগঞ্জ বাসি নবযোগদানকৃত চিকিৎসকদের কে অভিনন্দন জানিয়েছেন।