রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > বিয়ে নিয়ে আফসোস

বিয়ে নিয়ে আফসোস

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়া বা বিবাহ-বিচ্ছেদ নিয়ে নতুন ভেবেছেন? সম্পর্কটি না ভেঙে ভালো কিছু কী করা যেত? পাঠকদের কাছে এমন প্রশ্ন তুলে ধরেছিল হাফিংটন পোস্ট। পাঠকরাও মন খুলে সাড়া দিলেন।

এক পাঠিকা বলেন, ‘আমি স্বামীকে অল্পতে ছাড় দিয়ে বিচ্ছেদ ঘটিয়েছি। তার অগ্রহণযোগ্য আচরণ মেনে নিয়েছি। সম্পর্ক টিকিয়ে রাখতে ক্ষমার অযোগ্য অনেক আচরণ মেনে নিয়েছি। এসব ঠিক হয়নি। আমার প্রতিশোধ নেওয়া উচিত ছিল’।

আরেক পাঠিকা মন্তব্য করেন, ‘সে আমাকে দূরে ঠেলে দিলেও আমি ভালবাসা পেতে রীতিমত যুদ্ধ করেছি। এজন্য আফসোস লাগে’।

একজন বলেছেন, ‘ভালবাসাবিহীন বিয়েতে জড়িয়ে ভুল করেছি।’

একজন বলেছেন, ‘সমস্যা সমাধানে কঠোর চেষ্টা না করে দ্রুত বিয়ের মাধ্যমে সমাধান খুঁজতে গিয়ে ভুল করেছি।’

একজন বলেছেন, ‘আলাদা ব্যাংক অ্যাকাউন্ট না রাখা ছিল বড় ভুল’।

‘আমি একজনকে বিয়ে করেছিলাম, যার কথায় কথায় ঘর থেকে বের যাওয়ার স্বভাব সম্পর্কে জানতাম।’