রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > বিসিসিআই প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর

বিসিসিআই প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥

ঢাকা: ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) প্রেসিডেন্ট নির্বাচিত হলেন অনুরাগ ঠাকুর। ফলে বিসিসিআই ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠ ব্যক্তি হিসেবে দেশটির ক্রিকেটের সর্বোচ্চ আসনে বসলে ৪১ বছর বয়সী অনুরাগ।

এর আগে বিসিসিআই প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়িয়ে পুরো ক্রিকেট বিশ্বকেই রীতিমতো চমকে দেন শশাঙ্ক মনোহর। আর তার শূন্যস্থান পূরণে বোর্ড সেক্রেটারি অনুরাগ ঠাকুরই সবার চেয়ে এগিয়ে ছিলেন।

বিসিসিআইয়ের বিশেষ সাধারণ সভায় (এসজিএম) শনিবার (২১ মে) এমন ইঙ্গিত দিয়েছেন বোর্ডের কর্মকর্তারা।

তবে বোর্ডের গঠনতন্ত্র অনুযায়ী, বিসিসিআই সেক্রেটারি অনুরাগ ঠাকুর প্রেসিডেন্ট পদে থাকতে চাইলে তাকে সেক্রেটারির পদ ছাড়তে হবে।’

গত ১২ মে বিসিসিআই প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়ান মনোহর। অনুরাগ ঠাকুরের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। পরে এক বিবৃতিতে বিসিসিআই সেক্রেটারি নিশ্চিত করেন, একই সঙ্গে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসিতে ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলে বিসিসিআইয়ের প্রতিনিধি হিসেবেও পদত্যাগ করেছেন মনোহর।

বোর্ড প্রেসিডেন্ট থেকে মনোহর সরে দাঁড়ালেও আইসিসির প্রথম স্বাধীন নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন।