স্পোর্টস রিপোর্টার ॥ ‘দুই-এক দিনের মধ্যে নির্বাচন চেয়ে জাতীয় ক্রীড়া পরিষদকে চিঠি দেয়া হবে। আর ঈদের পরই কাউন্সিলর চেয়ে অনুষ্ঠানিক চিঠি দেয়া হবে কাব ও জেলাগুলোকে।’ গতকাল এডহক কমিটির সভা শেষে বিসিবি’র মিডিয়া বিভাগ ও সিসিডিএম’র চেয়ারম্যান জালাল ইউনুস এ সাংবাদিকদের সিদ্ধান্তগুলো জানান। আগে থেকেই জানা ছিল নির্বাচন নিয়ে আলোচনাই হবে বিসিবি’র এডহক কমিটির সভার মুখ্য বিষয়। আর হয়েছেও তাই। গতকাল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের বিসিবি ভবনে দুপুর ৩ টায় শুরু হয় সভা। সভাপতিত্ব করেন ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। সন্ধ্যায় সাড়ে ছ’টায় সভা শেষ হলে বিসিবি আনুষ্ঠানিক ইফতারের আয়োজন করে। সন্ধ্যা ৭টার পর সংবাদ সম্মেলন কে সাংবাদিকদের সামনে সভার আলোচনার বিষয়গুলো তুলে ধরেন জালাল ইউনুস। তিনি নির্বাচন ছাড়াও আগামী ২৫শে আগস্ট দলবদল ও ৩ সেপ্টেম্বর প্রিমিয়ার লীগ মাঠে গড়ানোর ঘোষণা দেন। বিসিবি এখন ব্যস্ত নির্বাচন আয়োজনে। আর তাই সভায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নির্বাচন সম্পর্কে আলোচনা করা হয়েছে বলে জানান জালাল উইনুস। তিনি বলেন, ‘আমরা বিসিবি’র নির্বাচন চেয়ে দ্রুত সম্ভব চিঠি দেবো। সেটা কাল (আজ) বা পরশুর (কাল) মধ্যেই করা হবে। এছাড়া সামনে যেহেতু ঈদ তাই ঈদের পর আমরা কাউন্সিলর চেয়ে সবাইকে চিঠি পাঠাবো জেলা ও কাবগুলো বরাবর। সেই সঙ্গে তাদের ১০ দিন সময়ও বেঁধে দেয়া হবে যেন তাদের কাউন্সিলের তালিকা বিবিসিকে দেয়।’
কাবের দাবি মেনেই প্রিমিয়ার লীগের দিনণ
কয়েক দফা প্রিমিয়ার লীগ পিছিয়ে দেয়া হয়েছে। কাবগুলোর আপত্তির মুখেই বারবার লীগ পেছানো হয়েছে। গতকাল আবারও ঢাকা প্রিমিয়ার লীগের নতুন তারিখ ঘোষণা করা হয়। জালাল ইউনুস বলেন, ‘আমরা ২০১২-১৩ সালের প্রিমিয়ার লীগের দলবদলের তারিখ ঠিক করেছি আগামী ২৫শে আগস্ট। আর মাঠে খেলা গড়াবে ৩রা সেপ্টেম্বর।’ তবে এবার ঘোষিত দিনণ ঠিক থাকছে কি না এই প্রশ্নের জবাবে জালাল ইউনুস বলেন, ‘এবার কাবগুলোই এ তারিখ ঠিক করেছে তাই আমাদের বিশ্বাস এবার আর ঢাকা প্রিমিয়ার লীগ পেছানোর কোন সুযোগ নেই।’ এছাড়াও তিনি ক্রিকেট ক্যালেন্ডার নিয়ে বলেন, ‘আমরা জাতীয় লীগ, বিসিএল ও বিপিএল নিয়ে আলোচনা করেছি। তবে এই তারিখগুলো আবারও আলোচনা করে কয়েকদিন পর ঘোষণা করা হবে। তবে এবার কাবগুলো জাতীয় দলের ক্রিকেটারদের ছাড়াই লীগ খেলতে রাজি হয়েছে। যদি তাই হয়, আমরা সুপার লীগ নিউজিল্যান্ড সফরের পর না করে লীগ চালিয়ে যাওয়া সম্ভব হবে। তাহলে আমরা বিপিএল জানুয়ারিতেই করতে পারবো বলে মনে করি। তবে সবগুলো বিষয় আবারও বিস্তারিত আলোচনা করে নির্ধারণ করা হবে।’
সবার জন্য সফটওয়্যার
অ্যাথলেটিক ম্যানেজমেন্ট সিস্টেম নামের একটি ক্রিকেট সফটওয়্যার ব্যবহার করছে ক্রিকেট অপারেশন বিভাগ। এই সফটওয়্যারটি এখন পর্যন্ত জাতীয় দলের জন্যই ব্যবহার করা হচ্ছিল। কিন্তু এবার এই সফটওয়্যার ব্যবহার করা হবে সবগুলো বয়স ভিত্তিক দলের জন্য। এ বিষয়ে বিসিবি’র এডহক কমিটির সদস্য মাহবুবুল আনাম বলেন, ‘খুবই গুরুত্বপূর্ণ এই সফটওয়্যারটি এখন সবগুলো দলের জন্য ব্যবহার করতে হবে।’
নাদির শাহ্র মা এখনই নয়
ম্যাচ ফিক্সিংয়ের দায়ে অভিযুক্ত নাদির শাহ্কে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ১০ বছরের জন্য শাস্তি দিয়েছিল। তবে আম্পায়ার নাদির শাহ্ তার ক্যারিয়ারের কথা বিবেচনা করে অনুকম্পা চেয়ে চিঠি দেয় বিসিবিকে। তবে তার এই চিঠির বিষয়ে জালাল ইউনুস বলেন, ‘যেহেতু তাকে ১০ বছরের জন্য শাস্তি দেয়া হয়েছে আর সেই শাস্তির সময় এখনও একবছরই হয়নি। তাই এখনই তার আবেদন নিয়ে কোন আলোচনা করা হবে না। পরবর্তীতে আমরা এ নিয়ে আলোচনা করবো।
ঈদের আগেই বিপিএল’র টাকা দেবে বিসিবি
অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল দ্বিতীয় আসরের পাওনা টাকা পরিশোধ করছে বিসিবিই। তবে যারা এ পর্যন্ত ২৫ শতাংশ টাকা পেয়েছে তাদের আরও ২৫ শতাংশ টাকা দেয়া হবে বলে জানান, জালাল ইউনুস। তিনি বলেন, ‘যেহেতু আমরা ক্রিকেটারদের টাকার গ্যারান্টর আর ফ্র্যাঞ্চাইজিরা টাকা এখনও দিতে পারেনি তাই ঈদের দেশীয় ক্রিকেটারদের ৪৫ থেকে ৫০ শতাংশ টাকা পরিশোধ করবে বিসিবি। তবে যারা ৫০ শতাংশ টাকা এরই মধ্যে পেয়েছে তারা টাকা পাবে না।’ এখানে উল্লেখ্য, এই পর্যন্ত দুরন্ত রাজশাহী আর ঢাকা গ্ল্যাডিয়েটর্স বিপিএল’র টাকা ৫০ শতাংশ পরিশোধ করেছে। তবে বাকি ৫টি ফ্র্যাঞ্চাইজি এখন পর্যন্ত ২৫ শতাংশ টাকার বেশি পরিশোধ করেনি।