সোমবার , ১১ই নভেম্বর, ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > বিসিএস ৩৪তম লিখিত পরীক্ষা শুরু ২৪ মার্চ

বিসিএস ৩৪তম লিখিত পরীক্ষা শুরু ২৪ মার্চ

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ ৩৪তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন-পিএসসি। প্রিলিমিনারি পরীক্ষায় বাদপড়া ২৮০ জন উপজাতি প্রার্থীকে এ পরীক্ষার জন্য যোগ্য ঘোষণা করেছে পিএসসি।

রোববার কমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৪ মার্চ থেকে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে একযোগে ৩৪তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে। পরীক্ষার কেন্দ্র ও বিস্তারিত সূচি পরে জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে।

উল্লেখ্য, গত বছরের ৮ জুলাই কোটার ভিত্তিতে ৩৪তম বিসিএসের প্রিলিমিনারির ফল দেওয়া হয়, এতে ১২ হাজার ৩৩ জন উত্তীর্ণ হন। এই ফলে মেধাবী অনেকেই বাদ পড়েছেন অভিযোগ তুলে ১০ জুলাই থেকে আন্দোলন শুরু করেন চাকরিপ্রার্থীরা। কোটার বিরুদ্ধে অবস্থান নিয়ে সাধারণ শিক্ষার্থীরাও ওই আন্দোলনে যোগ দেন। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে গত ১৪ জুলাই ৩৪তম বিসিএসের পুনর্মূল্যায়িত ফল দেওয়া হয়।

এতে রেকর্ড সংখ্যক ৪৬ হাজার ২৫০ জন উত্তীর্ণ হন। আগের উত্তীর্ণ সবাইকে রেখেই পুনর্মূল্যায়িত ফল দেওয়া হয়েছে বলে পিএসসি দাবি করলেও প্রথমবার উত্তীর্ণদের মধ্যে ২৮০ জন উপজাতি বাদ পড়েন।