স্টাফ রিপোর্টার ॥ আগামী দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যে বিতর্ক চলছে সে বিষয়টিকে আবারও আদালতে পাঠানো দরকার বলে মনে করছেন প্রবীণ সাংবাদিক এবিএম মূসা। প্রধানমন্ত্রীর নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার পরিপ্রেেিত একটি বেসরকারি টেলিভিশন টকশোতে তিনি এ মন্তব্য করেন। এবিএম মূসা বলেন, সাধারণ মানুষ বুঝে জানুয়ারিতেই নির্বাচন হতে হবে। যদি র্নির্বাচন না হয় এবং মন্ত্রিসভা ও সংসদ বহাল থাকে তাহলে কি হবে এ নিয়ে সবার মধ্যে কৌতূহল। ৯০ দিনের মধ্যে নির্বাচন হতে হবে, সংসদ ভেঙে দিতে হবে, এ নিয়ে দু’দলের মধ্যে বিতর্ক চলছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী স্পষ্ট করেই বলেছেন, নির্বাচনকালীন প্রশাসনের কোন পপাতিত্ব থাকবে না। প্রধানমন্ত্রীর কোন মতা থাকবে না নির্বাচনকে প্রভাবিত করার। এছাড়া নির্বাচন কমিশন তাদের ইচ্ছা অনুযায়ী মতা প্রয়োগ করতে পারবে। এবিএম মূসা প্রশ্ন রেখে বলেন, জনপ্রশাসন কিংবা প্রধানমন্ত্রীর যদি মতাই না থাকে তাহলে তার প্রধানমন্ত্রী থাকার দরকার কি ।
তিনি বলেন, নির্বাচন নয়, কিভাবে নির্বাচন হবে সেটা নিয়েই সবাই মাথা ঘামাচ্ছে। জনসাধারণকে নতুন নতুন দিকে দৃষ্টি ঘোরানো আর বিএনপিকে একে সময় একেক ফাঁদে পা ফেলার কাজটি আওয়ামী লগি ভালই করে যাচ্ছে।