শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > বিশ্ব শান্তি রক্ষায় জাতিসংঘের পুরস্কার পেল বাংলাদেশ

বিশ্ব শান্তি রক্ষায় জাতিসংঘের পুরস্কার পেল বাংলাদেশ

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ‘থ্যাংকস এ পিস কিপার’ নামে জাতিসংঘের পুরস্কার পেয়েছে বাংলাদেশ ।
মঙ্গলবার বাংলাদেশ ছাড়াও ভারত, স্পেন, জার্মানি, ঘানা, মরক্কো, ইথিওপিয়া এবং জর্ডানকে যৌথভাবে এ পুরস্কারে ভূষিত করেছে জাতিসংঘ এবং বেটার ওয়ার্ল্ড ক্যাম্পেইন।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাস এবং জাতিসংঘের সহযোগী প্রতিষ্ঠান বেটার ওয়ার্ল্ড ক্যাম্পেইনের ওয়েবসাইট থেকে এসব তথ্য জানা গেছে।
২৯ মে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী দিবস উপলক্ষে বাংলাদেশের হাতে এ সম্মানসূচক পুরস্কার তুলে দিতে এক সম্বর্ধনার আয়োজন করে জাতিসংঘ এবং বেটার ওর্য়াল্ড ক্যাম্পেইন।
এ সময় বাংলাদেশের পক্ষে ওয়াশিংটন বাংলাদেশ দূতাবাসের রাজনৈতিক কাউন্সিলর নাঈম উদ্দিন আহমেদ পুরস্কার গ্রহণ করেন।
এতে ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেট কংগ্রেসম্যান স্যাম ফার, রোড আইল্যান্ডের কংগ্রেসম্যান ডেভিড সিসিলিন এবং যুক্তরাষ্টের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সহকারী মন্ত্রী মিস ভিক্টোরিয়াকে হল্ট উপস্থিত ছিলেন।