রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > খেলা > বিশ্ব রেকর্ড ভাঙার চেয়ে সন্তান লালন অনেক কঠিন: উসাইন বোল্ট

বিশ্ব রেকর্ড ভাঙার চেয়ে সন্তান লালন অনেক কঠিন: উসাইন বোল্ট

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥
পাঁচবার বিশ্বরেকর্ড গড়া পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির মানব উসাইন বোল্ট মন্তব্য করেছেন দ্রুতগতিতে দৌড়ানোর চেয়ে সন্তানের বাবার দায়িত্ব পালন অনেক কঠিন।

গত ১৭ মে ফুটফুটে এক কন্যা সন্তানের বাবা হয়েছেন উসাইন। মেয়ের নাম রেখেছেন অল্পিম্পিয়া, যার কারণ অলিম্পিকে আটটি স্বর্ণপদক জয়ের কথা মাথায় রেখে।

আর মেয়েকে নিয়েই এখন দিন কাঁটছে তার। সেই অভিজ্ঞতার আলোকে বোল্ট জানান, ট্র্যাকে ঝড় তোলার চেয়ে তার কাছে পিতার দায়িত্ব পালনকে কঠিন লাগছে। শুধু কঠিনই নয় বিশ্ব রেকর্ড ভাঙার চেয়ে কঠিন মনে হচ্ছে তার কাছে।

জ্যামাইকান সাবেক এ স্প্রিন্টার বলেছেন, এটা বিশ্ব রেকর্ড ভাঙার চেয়েও কঠিন! আমি তো প্রথম সপ্তাহে অসুস্থই হয়ে পড়েছিলাম। অলিম্পিয়াকে দেখাশোনা করায় রাতে ঘুমাতে পারিনি। আমার খুব ভয় লাগত। তাই সারা রাত জেগে থাকার চেষ্টা করতাম। আমার কাছে এটা খুব কষ্টের। কারণ আমি আবার ঘুমকাতুরে। কিন্তু এই দুই মাসে শিখে গেছি কীভাবে জেগে থাকতে হয়।

বোঝাই যাচ্ছে দৌড়ঝাপ রেখে এখন মেয়েকে লালনে বেশ মনযোগী ১০০ ও ২০০ মিটারে বিশ্বরেকর্ড গড়া এই এথলেট তারকা।