শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > বিশ্ব তামাকমুক্ত দিবস আজ

বিশ্ব তামাকমুক্ত দিবস আজ

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: ‘তামাকের অবৈধ ব্যবহার বন্ধ কর’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ পালিত হচ্ছে বিশ্ব তামাকমুক্ত দিবস। এ উপলক্ষে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
দিবসটি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সকাল ৮টায় শোভাযাত্রা বের করা হয়।এছাড়া ওসমানী স্মৃতি মিলনায়তনে সকাল ১০টায় আলোচনা সভা হয়।
এদিকে,স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের সব জেলায় এবার সরকারি উদ্যোগে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন করা হচ্ছে। বেসরকারি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও এনজিও দিবসটি উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।
উল্লেখ্য, ১৯৮৮ সাল থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বজুড়ে তামাকের ব্যবহার কমানোকে উৎসাহিত করার জন্য তামাকমুক্ত।