শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > জাতীয় > বিশ্ব কুরআন তিলাওয়াতে আজ ইরান গেলেন মারকাজুত তাহফিজের ছাত্র অন্ধ হাফেজ আব্দুল করিম

বিশ্ব কুরআন তিলাওয়াতে আজ ইরান গেলেন মারকাজুত তাহফিজের ছাত্র অন্ধ হাফেজ আব্দুল করিম

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
ইরানে অনুষ্ঠিত বিশ্ব হিফজুল কুরআন প্রতিযোগীতায় অংশ নিতে আজ ভোর ৬ টায় ইরানের একটি ফ্লাইটে ইরান যাচ্ছে হাফেজ ক্বারী নেছার আহমাদ আন নাছিরী কর্তৃক পরিচালিত যাত্রাবাড়ীস্থ বিশ্বসেরা হিফজ মাদরাসা মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনালের ছাত্র অন্ধ হাফেজ আব্দুল করিম। সে ধর্মমন্ত্রনালয়ের অধিনে ইসলামিক ফাউন্ডেশনের সভা কক্ষে অনুষ্ঠিত ইরান আন্তর্জাতিক হিফজ প্রতিযোগীতার বাংলাদেশ প্রতিনিধি বাচাই পরিক্ষায় অংশগ্রহণকারী সকল হাফেজদের পরাজিত করে ১ম স্থান অর্জন করে বাংলাদেশ থেকে ইরানের জন্য নিবার্চিত হয়ে ইরান যাচ্ছে। এছাড়াও ২০১৭ সালে অত্র মাদরাসা থেকে রমজানে দুবাই ও জর্ডানে যাচ্ছে যথাক্রমে হাফেজ ত্বরিকুল ইসলাম ও ফারহান হাবিব আওলাদ। ইতিপূর্বে অত্র মাদরাসার ছাত্ররা সৌদিআরবে ৭ বার , মিশরে ৩ বার, আলজেরিয়া ২ বার, লিবিয়া ১ বার, ইরান ৫ বার, কুয়েত ১ বার, কাতার ১ বার, গাম্বিয়া ১ বার, বাহরাইন ১ বার, দুবাই ২ বার ও জর্দানে ৪ বার বিশ্ব কুরআন প্রতিযোগিতায় ১ম, ২য়, ৩য় স্থান অধিকার করে বিশ্ব দরবারে বাংলাদেশের সম্মানকে আরো উচ্চতায় নিয়ে গেছে এবং জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত এন টিভি, বাংলাভিশন, আর টিভি, এটিএন বাংলা, মাছরাঙা টিভিসহ বিভিন্ন টিভি চ্যানেলে মাহে রমজানে প্রচারিত হিফজুল কুরআন প্রতিযোগিতায় একাধিকবার ১ম, ২য়, ৩য় স্থান অর্জনকরে আসছে নিয়মিত। বাংলাদেশের লাল-সবুজের পতাকাকে বিশ্ব দরবারে সমুজ্জল করায় সৌদি সরকারের পাশাপাশি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের এ্যাওয়ার্ড তুলে দেন বাংলাদেশে অত্যাধুনিক ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসার রূপকার হাফেজ ক্বারী নেছার আহমাদ আন নাছিরীর ও তার বিশ্ববিজয়ী হাফেজ ছাত্রদের হাতে। বরাবরের মত এবারও যেন বাংলাদেশের জন্য প্রথম স্থান অর্জনের গৌরব বয়ে আনতে পারে সে জন্য দেশবাসীর নিকট সে দোয়া প্রার্থী। আপনার সন্তানকে বিশ্বজয়ী হাফেজ হিসেবে গড়ে তুলতে আজই যোগাযোগ করতে পারেন-০১৭১২০৫৪৭৬৩ ।