বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > জাতীয় > বিশ্ব ইজতেমায় ৮ স্তরের নিরাপত্তা

বিশ্ব ইজতেমায় ৮ স্তরের নিরাপত্তা

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
বিশ্ব ইজতেমা উপলক্ষে আগত মুসল্লিদের জন্য ৮ স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। মুসল্লিদের নিরাপত্তায় থাকবে পুলিশের ৭ হাজার সদস্য এবং র‌্যাবের ২৫০ সদস্য।

রবিবার (৭ জানুয়ারি) গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী আঞ্চলিক কার্যালয় প্রাঙ্গনে আয়োজিত ইজতেমার ফলোআপ সভায় এ তথ্য জানানো হয়।

গাজীপুর জেলা পুলিশ সুপার হারুন-অর-রশিদ জানান, বিশ্ব ইজতেমা উপলক্ষে পুরো মাঠে ৮ স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। প্রতি পর্বের ইজতেমায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পোশাকে ও সাদা পোশাকে দায়িত্ব পালন করবে। পুরো ইজতেমা মাঠের নিরাপত্তায় ১৫টি ওয়াচ টাওয়ার স্থাপন করা হচ্ছে। নিরাপত্তায় থাকবে সিসি ক্যামেরা মনিটরিং ও আকাশে হেলিকপ্টার টহল। এছাড়া সড়ক-মহাসড়কে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবে। থাকবে ভ্রাম্যমাণ আদালত, স্বাস্থ্য বিভাগের বেশ কতগুলো এ্যম্বুলেন্স, ফায়ার সার্ভিসের এ্যম্বুলেন্স, অগ্নিনির্বাপক ব্যবস্থা।

উল্লেখ্য, এবারো বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথমপর্ব শুরু হবে আগামী ১২ জানুয়ারি। ১৪ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথমপর্ব শেষ হবে। চার দিন পর ১৯ জানুয়ারি শুরু হবে দ্বিতীয়পর্ব। একইভাবে ২১ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয়পর্ব তথা এবারের বিশ্ব ইজতেমা। সূত্র: কালের কণ্ঠ