শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > বিশ্ব ইজতেমায় ৫ জনের মৃত্যু

বিশ্ব ইজতেমায় ৫ জনের মৃত্যু

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: টঙ্গীর তুরাগ তীরের বিশ্ব ইজতেমায় যোগ দেওয়া মুসুল্লিদের মধ্য থেকে দুই দিনে ৫ জনের মৃত্যু হয়েছে। শীত ও বার্ধক্যজনিত কারণে ইজতেমার মাঠে তাদের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- সাতক্ষীরা জেলা সদরের খেজুরডাঙ্গা এলাকার মৃত আবদুস সোবাহানের ছেলে আবদুস সাত্তার (৬৫) টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার নিজবন্নী এলাকায় মো. জানু ফকির (৭০)এবং ময়মনসিংহের নান্দাইল উপজেলার মারুয়া এলাকার ফজলুল হক (৬০)। আন্য দুজনের পরিচয় এখনো জানা যায়নি। শীতে ওই মুসল্লিগণ ইজতেমা ময়দানে অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

টঙ্গী সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. মামুন অর রশিদ জানান, বিকাল ৪টার দিকে আবদুস সাত্তারকে এবং সন্ধ্যা ৬টার দিকে জানু ফকিরকে ইজতেমা ময়দান থেকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে আরো একজনকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়।

উল্লেখ্য, শুক্রবার থেকে এবারের বিশ্ব ইজতেমার তিন দিনের প্রথম পর্ব শুরু হয়। এ পর্বে যোগ দিচ্ছেন দেশের ১৭ জেলার মুসুল্লিরা।